সবং উপনির্বাচন: কে পেতে চলেছেন বিজেপির টিকিট? বিশেষ খবর রাজ্য November 25, 2017 সূত্র মারফত প্রাপ্ত খবর অনুযায়ী, সবং নিয়ে আপাতত ধীরে চলো নীতি নিতে চলেছে বিজেপি। রাজনৈতিক মহলে যেখানে গুঞ্জন তৃণমূল কংগ্রেসের তরফে মানস ভূঁইয়ার স্ত্রী বা ভাইয়ের টিকিট পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে বা বাম-কংগ্রেস মহাজোট আবার হতে পারে এবং সেই জোটের প্রার্থী সব্যসাচী চক্রবর্তী বা সোমেন মিত্র হতে পারেন, সেখানে বিজেপির তরফে এখনো সেভাবে কোনো নাম শোনা যাচ্ছে না। তবে সূত্রের খবর বিজেপির তরফে মূলত দুটি নাম ঘোরাফেরা করছে। বিজেপির মহিলা লকেট চট্টোপাধ্যায়কে এখানে দাঁড় করাতে ইচ্ছুক কোনো কোনো মহল। তবে যা জানা যাচ্ছে সবংয়ে লকেট নন, পাল্লা ভারী সদ্য দোলে যোগ দেওয়া দেবরার তৃণমূলের প্রাক্তন বিধায়ক রাধাকান্ত মাইতি। সূত্র মারফত যা জানা যাচ্ছে আগামী দু-এক দিনেই চিত্রটা পরিষ্কার হয়ে যাবে। আপনার মতামত জানান -