বিলেত সফর থেকে ৫ হাজার কোটির প্রকল্প আর ৫০ হাজার কর্মসংস্থান আনছেন মুখ্যমন্ত্রী আন্তর্জাতিক বিশেষ খবর রাজ্য November 16, 2017 রাজ্যের শিল্পের পরিস্থিতি আরো দৃঢ় করার সংকল্প নিয়েই বিলেত পারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিল্পমন্ত্রী অমিত মিত্র। আর সেই লক্ষ্যে যে তাঁরা রীতিমত সফল তা গতকাল অমিতবাবুর বক্তব্য থেকেই স্পষ্ট। অমিতবাবু গতকাল ঘোষণা করেন, ব্রিটিশ কোম্পানি মিত্সুবিসি রাজ্যে পাঁচ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে প্রস্তুত। স্কটল্যান্ডের শিল্প সম্মেলনে মুখ্যমন্ত্রীকে মিত্সুবিসি কথা দিয়েছে, তারা বাংলার জন্য বিনিয়োগ করতে প্রস্তুত। এবার রাজ্যে প্রথম ফাইবার প্রকল্প নিয়ে আসছে মিত্সুবিসি, এর ফলে এই শিল্পে জোয়ার আসবে রাজ্যে। তিনি আরো জানান, যে প্রকল্পের রূপরেখা তৈরি হতে চলেছে রাজ্যে, তা বাস্তবায়ন হলে কম করে ৫০ হাজার কর্মসংস্থান হতে পারে। এর আগে এই বিলেত সফর থেকেই ইস্পাত টাইকুন লক্ষ্মীনিবাস মিত্তালের আশ্বাস লাভ করেন মুখ্যমন্ত্রী। তারও আগে ইনফোসিস, আরমেকার মতো কোম্পানিও রাজ্যে বিনিয়োগের ডালি সাজিয়ে ব্যবসা শুরু করতে আসছে বলে ঘোষণা করে। এর ফলে ভবিষ্যতে রাজ্যে শিল্পে জোয়ার আসতে চলেছে বলে দাবী শাসকদলের। আপনার মতামত জানান -