এখন পড়ছেন
হোম > জাতীয় > রথযাত্রাতেই রাজ্যজুড়ে ঝড় তুলতে মরিয়া গেরুয়া শিবির, বড় পদক্ষেপ অমিত শাহের

রথযাত্রাতেই রাজ্যজুড়ে ঝড় তুলতে মরিয়া গেরুয়া শিবির, বড় পদক্ষেপ অমিত শাহের


রবীন্দ্র কাব্যে “রথযাত্রা” “লোকারণ্য” এবং “মহা ধুমধাম” এই তিনেরই উল্লেখ আছে। আর এই তিনটি বিষয়ের সঙ্গে এখন প্রবল সাদৃশ্য খুঁজে পাওয়া যাচ্ছে বঙ্গ বিজেপির আসন্ন রথযাত্রার কর্মসূচিকে ঘিরে। প্রসঙ্গত উল্লেখ্য, আসন্ন লোকসভা নির্বাচনে এই বাংলাকেই এবার পাখির চোখ করেছেন বিজেপির নরেন্দ্র মোদি, অমিত শাহ। আর তাই হিন্দুদের ভোটব্যাংককে নিজেদের আয়ত্তে আনতে বাংলায় রথযাত্রার কর্মসূচি নিয়েছে তারা।

আগামী 5, 7 এবং 9 ডিসেম্বর রাজ্যের 3 প্রান্ত থেকে এই তিনটি রথের সূচনা করবেন বিজেপি নেতারা। আর কে কোন জায়গা থেকেই রথের সূচনা করবেন তা নিয়ে জল্পনা তৈরি হলে শেষ পর্যন্ত এই তিনটি জায়গাতেই উপস্থিত হওয়ার ব্যাপারে সম্মতি জানান বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। আর এহেন এক শীর্ষস্তরের নেতাকে দিয়ে রথযাত্রার কর্মসূচির সূচনা করে বিজেপি সেই রবীন্দ্র কাব্যের রথযাত্রার এবং “মহা ধুমধাম”কেই তুলে ধরল। কিন্তু বাদ পড়লো সেই রবীন্দ্র কাব্যের “লোকারণ্য।”

কিন্তু সূত্রের খবর অনুযায়ী, এবার সেই লোকারণ্য অংশটিও সম্পন্ন করতে চাইছে গেরুয়া শিবির। জানা গেছে, যে সমস্ত জায়গা থেকে এই রথের সূচনা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ তাঁর ঠিক আশেপাশেই বড়সড় মাঠে করা হবে একটি জনসভাও।

দলীয় সূত্রের খবর, 5 ডিসেম্বর তারাপীঠ থেকে শুরু এই রথযাত্রার সূচনা করে রেল ময়দানে একটি জনসভা করবেন অমিত শাহ। আর এরপরপর 7 ডিসেম্বর কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দিয়ে রাসমেলার ময়দান বা অন্য কোনো বড় মাঠে সেই রথকে নিয়ে গিয়ে সেখানে জনসভা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। পাশাপাশি 9 ডিসেম্বর কপিল মুনির আশ্রমের পুজো দিয়ে তৃতীয় দফার রথযাত্রা শুরু করবেন অমিত শাহ। আর এরপর কুলপিতে একটি জনসভা করবেন তিনি। কিন্তু দলের সর্বভারতীয় সেনাপতির এই জনসভায় কি আদৌ বিপুল সংখ্যক জনসমাগম করতে সক্ষম হবে রাজ্য বিজেপি?

জানা গেছে, রামপুরহাট এবং কোচবিহারে এক লক্ষের বেশি লোক জমানোর লক্ষ্যমাত্রা নিলেও দক্ষিণ 24 পরগনার কুলপিতে সংগঠনের জোর কম থাকার কারণে 50-60 হাজারের জমায়েতের লক্ষ্যমাত্রা নিয়ে এগোনো হচ্ছে। তুমি ঠিক কি হবে তা একমাত্র সেই রথযাত্রা কর্মসূচিতেই বোঝা যাবে।

এই কে এই রথ যাত্রা সফল করতে এদিন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক তথা মুখপাত্র সায়ন্তন বসু বলেন, “রাজ্যের 42 টা লোকসভা কেন্দ্রকেই স্পর্শ করবে আমাদের রথ। আর প্রতিটা লোকসভাতেই হবে বড় করে জনসভা।” সব মিলিয়ে “রবীন্দ্র কাব্যের” কায়দায় রথযাত্রা, লোকারণ্য, মহা ধুমধাম এই তিন পদ্ধতিকেই নিজেদের রথযাত্রার কর্মসূচিতে রাখছে গেরুয়া শিবির।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!