এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > যত কান্ড মহানগরে,পুজোর মুখে দাউদাউ করে জ্বলছে বহুতল,আগুন নেভাতে ঘাম ছুটে যাচ্ছে দমকল কর্মীদের

যত কান্ড মহানগরে,পুজোর মুখে দাউদাউ করে জ্বলছে বহুতল,আগুন নেভাতে ঘাম ছুটে যাচ্ছে দমকল কর্মীদের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পুজোর মুখে আগুন লেগেছে শহরের এক বহুতলে। আজ কলুটোলা স্ট্রিটের একটি বাড়িতে হঠাৎ করে আগুন ধরে যায়। ঘিঞ্জি এলাকা হবার কারণে এই আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। যে বাড়িতে আগুন লেগেছে, তার পাশের বাড়িতে খুব তাড়াতাড়ি আগুন ছড়িয়ে পড়ে। আরো কিছু বাড়ি আগুনের গ্রাসে চলে যাবার আশঙ্কা করা হচ্ছে। এই বাড়ি গুলিতে প্রচুর ব্যবসার জিনিসপত্র যেমন রয়েছে, তেমনি রয়েছে একাধিক গুদাম। যার ফলে আশঙ্কা বাড়ছে।

কিভাবে এই আগুন লাগল? তা এখনো জানা যায়নি। আগুনের উৎস পর্যন্ত এখনো পৌঁছাতে পারেননি দমকলকর্মীরা। বাড়ি থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে। কতজন এই ঘটনায় আহত বা নিহত হয়েছেন? তা এখনো জানা যায়নি। অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। তাছাড়া বাড়িতে খেলনার গোডাউন রয়েছে। যেখানে দগ্ধ বস্তু থাকে। সেখান থেকেও আগুন লাগা বা ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই বিল্ডিংটিতে উপযুক্ত পরিমাণে অগ্নিনির্বাপক ব্যবস্থা নেই। এ কারণে সমস্যা আরো বেড়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ২০ টি ইঞ্জিন। কালো ধোঁয়ায় ভরে আছে চারপাশ। দমকলকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট চেষ্টা করছেন। কয়েকটি বিল্ডিং খালি করে দেয়া হয়েছে। তবে অগ্নিকাণ্ডে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে? তা এখনও স্পষ্ট ভাবে জানা যাচ্ছে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!