এখন পড়ছেন
হোম > জাতীয় > মোহন ভাগবতের ‘বন্য কুকুর’ মন্তব্য ঘিরে তুলকালাম জাতীয়-রাজনীতি, ‘ড্যামেজ-কন্ট্রোলে’ বিজেপি

মোহন ভাগবতের ‘বন্য কুকুর’ মন্তব্য ঘিরে তুলকালাম জাতীয়-রাজনীতি, ‘ড্যামেজ-কন্ট্রোলে’ বিজেপি


তাঁরা হিন্দুদের উন্নতিতে সংকল্পবদ্ধ বলে সবসময় গর্ববোধ করেন। কিন্তু হিন্দুসমাজ তো কখন অন্য ধর্ম বা ভিন্ন মতাধর্মী মানুষকে আঘাত করতে শেখায় না। তাহলে সেই হিন্দুদের সম্পর্কেই বক্তব্য রাখতে গিয়ে কেন বিস্ফোরোক মন্তব্য করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত?

সূত্রের খবর, এবছর 1893 সালের স্বামী বিবেকানন্দের শিকাগো ধর্মসভায় ঐতিহাসিক ভাষনের 125 বছর পূর্তি আয়োজিত হচ্ছে দেশজুড়ে। সেইমত শিকাগোয় বিশ্ব হিন্দু কংগ্রেস আয়োজিত এক সভায় বক্তব্য রাখতে গিয়ে মোহন ভাগবত বলেন, “সিংহ যদি একা থাকে তবে বন্য কুকুরের দল তার ওপর আক্রমন করতে পারে। তাহলে পশুরাজ খুব সহজেই পরাজয় স্বীকার করতে বাধ্য হবে। কিন্তু এটা ভুললে চলবে না যে আমরা এই পৃথিবীকে আরও সুন্দর করে তুলতে চাই।” আর আরএসএস প্রধানের এই মন্তব্যের পরেই বিতর্ক ছড়ায় যে, তাহলে কি কেন্দ্রের বিরুদ্ধে লড়া বিরোধীদেরই কুকুরের সাথে তুলনা করলেন মোহন ভাগবত?

ক্ষমতায় থাকা মানেই কি বিরোধীদের এইভাবে অপমান করা?  সূত্রের খবর, এইবার সেই অপমানের জবাব দিতে মাঠে নামল বিরোধীরাও। আরএসএস প্রধানের এহেন মন্তব্য প্রসঙ্গে মহারাষ্ট্রের এনসিপি মুখপাত্র নবাব মালিক এবং এআইএমআইএম প্রধান এ ওয়াইসি বলেন, “জাতপাতের রাজনীতি কিভাবে করতে হয় তা বিজেপির থেকে ভালো কেউ জানে না। আর এই সব কারনেই মানুষ আরএসএসকে প্রত্যাখ্যান করবে।” 

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

অন্যদিকে কংগ্রেস নেতা শচীন সাবন্ত একে “লজ্জাজনক” এবং বিবিএম নেতা প্রকাশ আম্বেদকর এই মন্তব্যকে ধিক্কার জানিয়েছেন। এদিকে সব বিরোধী দলেরা এই ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলে মাঠে নামে গেরুয়া শিবিরও। এদিন এই প্রসঙ্গে কার্যত আরএসএস প্রধানের পাশে দাড়িয়েই বিজেপি নেতা রাম মাধব বলেন, “আরএসএস প্রধান সবসময় হিন্দু সমাজ ও দেশের উন্নতির কথা বলেন।” এখানেই অনেকের প্রশ্ন, কাউকে বন্য কুকুর বলা কি সুস্থ সমাজের পরিচয়? আসলে এইসবই বিজেপির ড্যামেজ কন্ট্রোল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!