এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বড়সড় অভিযোগে চাপ বাড়ছে বিজেপির এই প্রভাবশালীর! কর্মীরাই করলেন থানায় অভিযোগ!

বড়সড় অভিযোগে চাপ বাড়ছে বিজেপির এই প্রভাবশালীর! কর্মীরাই করলেন থানায় অভিযোগ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এ যেন অনেকটা গোদের উপর বিষফোঁড়ার মত। কিছুদিন আগেই দলের এক হেভিওয়েট নেত্রী তার বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং ধর্ষণের অভিযোগ তুলেছিল। আর এবার দক্ষিণ কলকাতার সেই বিজেপির সভাপতির বিরুদ্ধে উঠল আর্থিক প্রতারণার অভিযোগ। যার ফলে তীব্র অস্বস্তিতে পড়লেন দক্ষিণ দক্ষিণ কলকাতা জেলা বিজেপির সভাপতি সোমনাথ বন্দ্যোপাধ্যায়।

জানা গেছে, দক্ষিণ কলকাতা জেলা বিজেপির সংগঠক মৃনালকান্তি দাস জেলা বিজেপির সভাপতি সোমনাথ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সম্প্রতি হরিদেবপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। যেখানে সোমনাথবাবুর বিরুদ্ধে 6 লক্ষ টাকা ফেরত না দেওয়ার অভিযোগ তুলে সরব হয়েছেন তিনি।

পাশাপাশি এই ব্যাপারে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেও কাঠগোড়ায় দাঁড় করিয়েছেন। যেখানে তিনি জানান যে, বারবার সমস্ত ঘটনা জানানোর পরেও সোমনাথ বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে বিজেপির রাজ্য সভাপতি কোনো ব্যবস্থা নেয়নি। এদিকে প্রথমে এক হেভিওয়েট নেত্রী তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করার পর সেই সোমনাথবাবুর বিরুদ্ধে দলের আরেক নেতা আর্থিক তছরুপের মামলা দায়ের করায় এখন তীব্র অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যেই সোমনাথ বন্দ্যোপাধ্যায় কিছুটা চাপে পড়ে নিজের পদ থেকে পদত্যাগ করতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে একটি চিঠিও পাঠিয়েছেন বলে খবর। যেখানে তিনি লেখেন, “আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। কিন্তু যেহেতু পার্টিতে আমি রয়েছি। তাই এখন পদত্যাগ করছি। যাতে পার্টির বদনাম না হয়।” তবে বিশেষ সূত্র মারফত খবর, দিলীপ ঘোষ অবশ্য সোমনাথ বন্দ্যোপাধ্যায়কে তার কাজ চালিয়ে যেতে বলেছেন।

বিশেষজ্ঞরা বলছেন বর্তমানে বিজেপি 2021 কে পাখির চোখ করে ময়দানে নেমেছে প্রায় প্রতিটি ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে সরব হয়ে শাসকদলের অস্বস্তি বাড়িয়ে দিচ্ছে গেরুয়া শিবির কিন্তু এই পরিস্থিতি যেভাবে দক্ষিণ কলকাতার বিজেপির সভাপতির বিরুদ্ধে দলের নেতা-নেত্রীরা বিস্ফোরক অভিযোগ তুলতে শুরু করেছেন তাতে বিজেপি ক্রমশ চাপে পড়ছে।

তবে গোটা ঘটনায় এবার বিজেপির পক্ষ থেকে বিজেপি সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ওঠায় বিজেপিকে চাপে রাখতে তৃণমূল যে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করবে না, সেই ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক মহল। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, গোটা ঘটনায় বিজেপির অস্বস্তি কতটা বৃদ্ধি পায়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!