চলে গেলেন অভিনেত্রী রীতা কয়রাল বিনোদন বিশেষ খবর রাজ্য November 19, 2017 প্রয়াত অভিনেত্রী রীতা কয়রাল। গত অগাস্ট মাস থেকে লিভার ক্যান্সারে ভুগছিলেন তিনি। দিনকয়েক আগেই তাঁকে হাসপাতাল থেকে বাড়ি আনা হয় । কিন্তু আজ সকল থেকেই শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে তাঁর। জনপ্রিয় এই অভিনেত্রীর মৃত্যুতে স্বভাবতই শোকের ছায়া টলিউডে । আজ নেতাজীনগরের বাড়িতে তাঁর দেহ আনা হবে, সেখানেই জানানো হবে শেষ শ্রদ্ধা। বাংলা চলচ্চিত্র জগতে তাঁর অভিনয় মন কেড়েছে দর্শকের । ‘দত্ত ভার্সেস দত্ত’, ‘পারমিতার একদিন’ তথা বেশ কিছু ছবিতে তাঁর ডাবিং ভয়েস বহু অভিনেত্রীকে এনে দিয়েছে জাতীয় সম্মান । শুধু তাইই নয়, স্বর্ণযুগের একাধিক ছবিতে তাঁর দাপুটে অভিনয় ছিল অব্যাহত । ‘বড় বৌ’ , ‘ জীবন নিয়ে খেলা’ , ‘ চিরদিনই তুমি যে আমার’ ইত্যাদি ছবিতে তাঁর অভিনয় মন কাড়ে। শুধু সিনেমা নয়, ছোটো পর্দাতেও তিনি ছিলেন সমান পারদর্শী । সম্প্রতি ‘রাখীবন্ধন’ সিরিয়ালে কাজ করছিলেন তিনি। আপনার মতামত জানান -