বিশ্বের সবচেয়ে ‘দুর্নীতিগ্রস্ত’ প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী, দাবি বিজেপি মন্ত্রীরই জাতীয় বিশেষ খবর December 21, 2017 রাজনৈতিক কারণে অনেকবারই বিপাকে পড়তে হয়েছে বিজেপি শিবিরকে। বিরোধীদের আক্রমণের শিকার হতে হয়েছে বিজেপি সরকারকে। তবে এবারের আক্রমণটা একটু অন্যরকম। এবারের আক্রমণটা খোদ রাজস্থানের বিজেপি মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের মন্ত্রিসভার শ্রমমন্ত্রী যশবন্ত সিং যাদবের। তাঁর মন্তব্যে যথেষ্ট বেকায়দায় পড়তে পারে রাজ্য বিজেপি সরকার। রাজস্থানের আলোয়ারে বক্তৃতা দিতে গিয়ে তিনি প্রধানমন্ত্রীকে ‘বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রধানমন্ত্রী’ বলে মন্তব্য করে ফেলেন। কথাটি বলার কিছুক্ষণ পরে তিনি মঞ্চ থেকে চলে যান। কিন্তু, বিরোধীদের গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। স্থানীয় সূত্রের খবর, বিরোধীদের দাবি শ্রমমন্ত্রী বিজেপি সরকারের ভেতরের কথা বলে দিয়েছেন। বিজেপির নিজের দলের লোকের এই রকম মন্তব্য রাজ্য বিজেপির ওপর কতটা প্রভাব ফেলবে তার দিকে তাকিয়ে গোটা রাজনৈতিক মহল। আপনার মতামত জানান -