এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > প্রয়োজনে যোগ্য জবাব চীনকে- প্রতিরক্ষামন্ত্রীর নির্দেশ অনুযায়ী সেজে উঠছে ভারতীয় সেনারা

প্রয়োজনে যোগ্য জবাব চীনকে- প্রতিরক্ষামন্ত্রীর নির্দেশ অনুযায়ী সেজে উঠছে ভারতীয় সেনারা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট সম্প্রতি ভারত চীন আন্তর্জাতিক সীমান্ত সমস্যা নিয়ে পরিস্থিতি রীতিমতো গুরুতর। প্রায় 45 বছর পর চীন সেনাদের হাতে শহীদ হয়েছেন ভারতের কুড়ি জন সেনা জওয়ান। এই পরিস্থিতিতে খুব স্বাভাবিক ভাবেই সীমান্ত সেনাদের মধ্যে এবং ভারতের আমজনতার মধ্যে ফুঁসে উঠেছে তীব্র ক্ষোভ। অন্যদিকে স্যাটেলাইটের মাধ্যমে ভারতের হাতে এমন কিছু প্রমাণ এসেছে, যাতে বোঝা যাচ্ছে সীমান্তের ওপারে চীন বিভিন্নভাবে যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে। বসে নেই ভারতও।

সীমান্ত পরিস্থিতি কড়াভাবে মোকাবিলা করার জন্য রবিবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ডিফেন্স জেনারেল বিপিন রাওয়াত এবং আরো তিন সেনা প্রধানের সঙ্গে লাদাখ পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন বলে জানা গেছে। সূত্রের খবর, এই বৈঠকের পরে ভারতীয় সেনার হাতে বিপুল পরিমাণে ক্ষমতা দেওয়া হয়েছে।, যাতে চীন সেনাদের আক্রমণাত্মক মনোভাবকে কড়াভাবে জবাব দেওয়া যায় এবং পরিপূর্ণ স্বাধীনভাবে চীনা সৈনিকদের সাথে মোকাবিলা করা যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুধু তাই নয় প্রতিরক্ষা মন্ত্রীর পক্ষ থেকে ভারতীয় সেনাকে পূর্ব লাদাখ এবং সীমান্তের অন্যান্য জায়গায় চীনের কার্যাভিধির ওপর নজর রাখার জন্য এবং পরবর্তীতে আরও প্রবলভাবে জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। এমনকি ওই বৈঠকেই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়ে দিয়েছেন এবার থেকে চীন এবং ভারতের আন্তর্জাতিক সীমানা রক্ষা করার জন্য ভারতের পক্ষ থেকে আলাদা সামরিক নীতি প্রয়োগ করা হবে। এদিন জানা গেছে, প্রতিরক্ষামন্ত্রী তিন সেনা প্রধানকে অর্থাৎ ভূমি সীমান্ত, আকাশ সীমান্ত এবং সামুদ্রিক সীমান্তের মধ্য দিয়ে চীনের গতিবিধির ওপর নজর রাখার নির্দেশ দিয়েছেন।

অন্যদিকে সীমান্তে ইতিমধ্যেই ভারতের পক্ষ থেকে বিভিন্ন কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে খবর। চীনের ওপর স্নায়ুর চাপ বাড়ানোর জন্য ইতিমধ্যে ভারতের পক্ষ থেকে বিভিন্নভাবে যুদ্ধ প্রস্তুতি সেরে ফেলা হচ্ছে বলে জানা যাচ্ছে। এদিকে, আন্তর্জাতিক ক্ষেত্রেও চীন ভারতের প্রতি যে আগ্রাসী মনোভাব দেখিয়েছে তাতে যথেষ্ট কোণঠাসা তাঁরা। বিশেষজ্ঞদের মতে, এই মুহূর্তে ভারতের সাথে সাথে অন্য অনেক আন্তর্জাতিক দেশ চীনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। আপাতত পরিস্থিতি কোন দিকে যেতে চলেছে সে দিকে টানটান নজর থাকবে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!