এখন পড়ছেন
হোম > জাতীয় > ম্যাজিকের নাম প্লাজমা থেরাপি! আশঙ্কাজনক অবস্থা থেকে সুস্থতার পথে শাসকদলের হেভিওয়েট নেতা

ম্যাজিকের নাম প্লাজমা থেরাপি! আশঙ্কাজনক অবস্থা থেকে সুস্থতার পথে শাসকদলের হেভিওয়েট নেতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গোটা বিশ্ব বর্তমানে করোনা মহামারীর থাবায় আক্রান্ত। ভারতবর্ষেও দিন দিন এর প্রকোপ বাড়ছে হুহু করে। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি, স্বাস্থ্যকর্মী থেকে রাজনীতিবিদ কেউই এর মারণ গ্রাস থেকে রক্ষা পাচ্ছেন না। আর যেহেতু, এখনও করোনার কোনো প্রতিষেধক বিজ্ঞানীরা আবিষ্কার করে উঠতে পারেননি, তাই একবার করোনা আক্রান্ত হলে আর চিন্তার শেষ থাকছে না। সব থেকে বড় কথা, এই কঠিন সময়ে জনসেবার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের বেরোতেই হচ্ছে।

ফলে, তাঁদের ক্ষেত্রে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আর সেইভাবেই করোনায় আক্রান্ত হয়েছিলেন দিল্লির শাসকদল আম আদমি পার্টির হেভিওয়েট নেতা তথা সেখানকার স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। প্রসঙ্গত, গত মঙ্গলবার জ্বর-শ্বাসকষ্টের মতো করোনার উপসর্গ নিয়ে দিল্লির রাজীব গান্ধী সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভরতি হয়েছিলেন তিনি। এরপর, তিনি নিজেই ট্যুইট করে জানান, তাঁর দ্বিতীয় করোনা পরীক্ষার ফলাফলও পজিটিভ এসেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু, এরপর গত শুক্রবার থেকে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে ,যা রীতিমত আশঙ্কিত করছিল তাঁর চিকিৎসকদের। দিল্লির স্বাস্থ্যমন্ত্রীর শরীরে জ্বর থাকার সঙ্গেই হঠাৎ করে কমে যায় অক্সিজেনের পরিমান। এমনকি তাঁর নিউমোনিয়া হয় বলেও জানা যায়। আর তাই কোনোরকম ঝুঁকি না নিয়ে তাঁকে তড়িঘড়ি সাকেতের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ওই বেসরকারি হাসপাতালে, মন্ত্রীর শরীরে প্লাজমা থেরাপি প্রয়োগ করা শুরু হয়।

আর এরপরেই, ম্যাজিকের মত কাজ করতে শুরু করে তা। চিকিৎসকদের শুশ্রূষায় দ্রুত সাড়া দিতে থাকেন তিনি, তাঁর শরীরে বাড়তে থাকে অক্সিজেনের পরিমানও। আর প্লাজমা থেরাপিতে এই হেভিওয়েট নেতা দ্রুত সাড়া দিতেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তাঁর চিকিৎসকরা। যদিও, বর্তমানে তাঁকে আইসিইউ-তেই রাখা হয়েছে পর্যবেক্ষনের জন্য। কিন্তু, চিকিৎসকরা জানিয়েছেন, মন্ত্রীমশায় যদি একইভাবে চিকিৎসায় সাড়া দিতে থাকেন, তাহলে হয়ত আজকেই তাঁকে জেনারেল ওয়ার্ডে শিফট করিয়ে দেওয়া হতে পারে। সব থেকে বড় কথা, প্লাজমা থেরাপিতে ৫৫ বছর বয়সী মন্ত্রীর শরীর এত দ্রুত সাড়া দেওয়ায়, চিকিৎসক মহল – করোনা চিকিৎসায় আগামীদিনে আরও বেশি করে তা প্রয়োগের ভাবনায় ডাক্তাররা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!