বাংলায় করা টেস্টের রিপোর্ট নেগেটিভ এলেও, দিল্লিতে কোভিড পজিটিভ বিজেপি সাংসদ! জানুন বিস্তারে উত্তরবঙ্গ বিজেপি রাজনীতি রাজ্য September 14, 2020 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট: করোনা ভাইরাসের সংকটকালে সকলে যাতে সামাজিক দূরত্ব পালন করেন, তার জন্য বারবার বার্তা দিয়েছেন বিশেষজ্ঞরা। কিন্তু বিধি নিষেধ সত্ত্বেও বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা নানা জনের সংস্পর্শে এসেছেন। যার ফলে বাংলার অনেক রাজনীতিবিদ থেকে শুরু করে জনপ্রতিনিধিদের শরীরে বাসা বাধতে শুরু করেছে করোনা ভাইরাস। আর এমতাবস্থায় এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। কিন্তু তার এই করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি সত্যিই ভাবিয়ে তুলছে অনেককে। জানা গেছে, গত 9 তারিখ বালুরঘাট হাসপাতালে সুকান্তবাবু অ্যান্টিজেন টেস্ট করিয়েছিলেন। তখন তার রিপোর্ট নেগেটিভ এসেছিল। কিন্তু জেলা ছেড়ে দিল্লি যেতেই লোকসভার অধিবেশন শুরুর আগে তার আবার করোনা টেস্ট করানো হয়। আর তখনই তার রিপোর্ট পজেটিভ আসে। স্বভাবতই বাংলায় করা সুকান্তবাবুর রিপোর্ট নেগেটিভ এলেও দিল্লিতে অধিবেশনে যোগ দেওয়ার আগে যেভাবে তার রিপোর্ট পজেটিভ এল, তাতে তার সংস্পর্শে আসা মানুষজনের মধ্যে তা নিয়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, চলতি মাসে বালুরঘাটে বেশ কিছু দলীয় কর্মসূচিতে যোগ দিয়েছিলেন সুকান্ত মজুমদার। গঙ্গারামপুরে অবস্থান-বিক্ষোভ সহ তপন, হরিরামপুরের বেশ কিছু এলাকায় যোগদান কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন তিনি। পরবর্তীতে গত 9 সেপ্টেম্বরের পরে বালুরঘাটের হিলি মোড়ে এবং দলীয় কার্যালয়ে শিকাগো ধর্ম সভায় 127 বছর পূর্তি উপলক্ষে বিবেকানন্দের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। আর সেই সময় অনেক মানুষ তার সংস্পর্শে এসেছিলেন। স্বাভাবিকভাবেই এখন সেই সুকান্ত মজুমদার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় তার সংস্পর্শে আসা মানুষদের মধ্যে আতঙ্ক গ্রাস করতে শুরু করেছে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - এদিন এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, “আমি করোনা নিয়ে যথেষ্ট সচেতন। তাই নিজে থেকে বালুরঘাট হাসপাতালে টেস্ট করিয়েছিলাম। সেখানে রিপোর্ট নেগেটিভ এসেছিল। শনিবার দিল্লিতে এসে আরটিপিসিআরে আমার পরীক্ষা করানো হয়। সেই রাতেই আমার রিপোর্ট পজেটিভ এসেছে। আমার কোনো উপসর্গ নেই। তবে সকলের কাছে অনুরোধ, এই কয়েকদিন আমার সংস্পর্শে যারা এসেছিলেন, তারা সকলে করোনা পরীক্ষা করিয়ে নিন।” এদিকে রাজনৈতিক বিরোধিতা থাকলেও দ্রুত সাংসদের সুস্থতা কামনা করেছেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর সুভাষ চাকী। তিনি বলেন, “প্রথমেই সাংসদ সুকান্ত মজুমদারের দ্রুত আরোগ্য কামনা করি। কিন্তু সাংসদ চলার সময় কোনো বিধি মানেননি। তার সংস্পর্শে যারা এসেছিলেন, তাদের প্রত্যেকের 14 দিনের হোম কোয়ারেন্টাইনে থাকা উচিত। না হলে সংক্রমণ ছড়াতে পারে।” সব মিলিয়ে এবার লোকসভার অধিবেশনে যোগ দিতে গিয়ে দিল্লিতে করোনা পরীক্ষা করিয়ে রিপোর্ট পজেটিভ আশায় প্রবল সমস্যায় বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। তবে দ্রুত যাতে তিনি সুস্থ হয়ে ওঠেন, তার জন্য প্রার্থনা করছেন তার অনুগামীরা। আপনার মতামত জানান -