এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > কবে থেকে দলের রাজ্য সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন দিলীপ ঘোষ? জেনে নিন তাঁর বক্তব্য

কবে থেকে দলের রাজ্য সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন দিলীপ ঘোষ? জেনে নিন তাঁর বক্তব্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিজেপির রাজ্য সভাপতি পদে থেকে এবার অব্যাহতি নেবেন দিলীপ ঘোষ, এমনই একটি জল্পনা সম্প্রতি ভেসে আসছে সংবাদমাধ্যমে। গতকাল শুক্রবার শোনা গিয়েছিল যে, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পদের মেয়াদ চলতি বছরই শেষ হতে চলেছে। তাঁর পরবর্তীতে কে দলের দায়িত্ব নেবেন? সে ব্যাপারে বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডার সঙ্গে ফোনে কথা হয়েছিল তাঁর। সেখানে বেশ কিছু ব্যক্তির নাম প্রস্তাব করেছিলেন দিলীপ ঘোষ। যাদের মধ্যে অন্যতম হলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। তবে, পরবর্তীতে জানা যাচ্ছে যে, সমস্ত জল্পনা একেবারেই মিথ্যে। জে পি নাড্ডার সঙ্গে এরকম কোন কথাই হয়নি তাঁর।

গতকাল দিল্লিতে এক সাংবাদিক সম্মেলন করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ পরিষ্কার জানালেন যে, বিধানসভা নির্বাচনের পরে রাজ্যের ও রাজ্য বিজেপির পরিস্থিতি নিয়ে নাড্ডার সঙ্গে তাঁর বেশ কিছুদিন আগে কথা হয়েছিল। এরপর তাঁর সাথে তিনি দেখাও করেননি, কথাও হয়নি। রাজ্য সভাপতি বদল নিয়ে কোন কথাই তাঁদের মধ্যে হয়নি। তিনি স্পষ্ট জানালেন, এসব কথা ফোনে হয় না। তাছাড়া, তাঁর রাজ্য সভাপতি পদের মেয়াদ শেষ হতে চলেছে ২০২২ সালের ডিসেম্বর মাসে। সুতরাং সমস্ত খবরটাই হলো মিথ্যে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আরও জানালেন যে, কখনো দলের মধ্যে থেকে, কখনো বা দলের বাইরে থেকে এই ধরনের খবর ভাসিয়ে দেয়া হচ্ছে। সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেছিলেন যে, কোন সাংসদের নাম কি সম্ভাব্য রাজ্য সভাপতির তালিকাতে রয়েছে? তার উত্তরে দিলীপ ঘোষ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, অনেকের নাম নিয়ে চর্চা হচ্ছে। সময়মতো কেন্দ্রীয় নেতৃত্ব সমস্ত কিছু ঠিক করবেন। তবে, তিনি কারও নাম প্রস্তাব করেন নি। তিনি আরও জানালেন যে, বিজেপিতে এভাবে কারও নাম নিয়ে অনুরোধ করার ব্যবস্থা নেই।

তিনি জানালেন, গত একমাস ধরে জে পি নাড্ডার সঙ্গে তাঁর কোনো কথাই হয়নি। তাই কারো নাম প্রস্তাব করার কোন কথাই নেই। বিজেপিতে এসব কিছু হয়না। জল্পনা ছড়িয়ে দিয়ে রোজই তাঁকে রাজ্য সভাপতির পদ থেকে সরানো হচ্ছে, কটাক্ষ করলেন তিনি। এদিকে দলের রাজ্য সভাপতির পদ থেকে দিলীপ ঘোষ অব্যাহতি নিলে, কে এই পদের দায়িত্ব নেবেন? তা নিয়ে বেশ কিছুদিন ধরেই নানা জল্পনা চলেছে রাজনৈতিক মহলে। অনেকে মনে করছেন দিলীপ ঘোষের ছেড়ে দেবার পর দায়িত্ব নিতে পারেন ড অনির্বাণ গাঙ্গুলী, আবার অনেকে মনে করছেন তাঁর উত্তরসূরি হতে পারেন লকেট চট্টোপাধ্যায়, দেবশ্রী চৌধুরী প্রমুখরা। কারণ অনেকেই করছেন, রাজ্য বিজেপির দায়িত্বে এবার উঠে আসতে পারেন বিজেপির কোন দাপুটে নেত্রী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!