এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > “আমরা বাংলায় বহুমত নিয়ে সরকার গড়তে চলেছি। কী অডিও এল না এল তাতে কিছু যায় আসে না।” – আত্মবিশ্বাসী দাপুটে বিজেপি প্রার্থী

“আমরা বাংলায় বহুমত নিয়ে সরকার গড়তে চলেছি। কী অডিও এল না এল তাতে কিছু যায় আসে না।” – আত্মবিশ্বাসী দাপুটে বিজেপি প্রার্থী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোরের একটি অডিও টেপ প্রকাশ করেছেন বিজেপির আইটি সেলের সর্বভারতীয় সভাপতি অমিত মালব্য। যেখানে বিধানসভা নির্বাচনে বিজেপি’র জয়ের কথা জানিয়েছেন তিনি। পরবর্তীতে এই অডিও টেপ এর সত্যতা স্বীকার করে নিয়েছেন প্রশান্ত কিশোর। তবে তিনি জানিয়েছেন, এই অডিও টেপটি আংশিকভাবে প্রকাশ করেছে বিজেপি।

বিধানসভা নির্বাচনে ১০০ টি আসনও পাবে না বিজেপি। এবার এ প্রসঙ্গে বক্তব্য রাখলেন রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী ও ডোমজুড়ের বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়। রাজীব বন্দ্যোপাধ্যায় জানালেন যে, বহুমত নিয়ে সরকার গড়তে চলেছে বিজেপি। অডিওতে কি এলো, না এল? তাতে বিজেপির কিছু আসে-যায় না।

আজ গণ মাধ্যমের সামনে রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ করলেন। প্রশান্ত কিশোরের অডিও টেপ সম্পর্কে তিনি স্পষ্ট জানালেন যে, তৃণমূলের কৌশল ফেল করে গেছে। ভোট কুশলী ফেল করেছেন। রাজীব বন্দ্যোপাধ্যায় জানালেন, যে সময় তিনি তৃণমূলে ছিলেন, সেসময় প্রশান্ত কিশোরের সঙ্গে তাঁর কথা হয়েছিল। তৃণমূলের প্রতি মানুষের রেখাচিত্রের যে পতন ঘটছে, সে বিষয়ে বেশ কিছু কথা বলেছিলেন তিনি পিকের সঙ্গে। সেসময় পিকে জানিয়েছিলেন যে, তৃণমূলের জন্য এবছরের বিধানসভা নির্বাচন অনুকূল নয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজীব বন্দ্যোপাধ্যায় জানান, সে সময় প্রশান্ত কিশোরের সঙ্গে কিছু বিষয়তে তিনি সহমত হয়েছিলেন, কিন্তু কিছু ক্ষেত্রে সহমত হতে পারেননি তিনি। তিনি জানালেন, প্রশান্ত কিশোর যেদিন ট্যুইট করে জানিয়েছেন যে, বিজেপি তিন অংক পার করতে পারবে না বিধানসভা নির্বাচনে। তার পরই তিনি জানিয়েছিলেন যে, বিধানসভা নির্বাচনে তৃণমূল তিন অংক পার করতে পারবে না। এবার এই অডিও ক্লিপ প্রমাণ করে দিচ্ছে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা ম্লান হয়ে গেছে।

এরপর সাংবাদিক রাজীব বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেছিলেন যে, এই অডিও ক্লিপ কি বিজেপিকে বাড়তি কিছু সুবিধা দিতে পারে? এর জবাবে রাজীব বন্দ্যোপাধ্যায় জানালেন যে, বহুমত নিয়ে সরকার গড়তে চলেছে বিজেপি। অডিওতে কি এলো, না এল? তাতে বিজেপির কিছু আসে-যায় না। রাজীব বন্দ্যোপাধ্যায় আরও জানান, ডোমজুড় কেন্দ্রের অন্তর্গত বাঁকড়ার বেশকিছু বুথে গন্ডগোল বাধিয়েছে তৃণমূল কর্মীরা।

বেশ কয়েকটি বুথ থেকে বিজেপি এজেন্টদের মারধর করে বের করে দেয়া হয়েছে। এর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছেন তিনি। রাজীব বন্দ্যোপাধ্যায় জানালেন, কিছু জায়গায় গন্ডগোল হলেও ডোমজুড়ের মানুষ উৎসবের মেজাজে ভোট দিচ্ছেন। তিনি জানালেন, প্রকৃত পরিবর্তনের লক্ষ্যে ভোট দান করছেন মানুষেরা। এভাবে বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিয়ে আত্মবিশ্বাসী মন্তব্য করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়।

 

 

 

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!