এখন পড়ছেন
হোম > অন্যান্য > বৃষ্টি বন্ধ হওয়ায় ড্যামের জল ছাড়া নিয়ে ডিভিসি নিল উল্লেখযোগ্য সিদ্ধান্ত, স্বস্তি সর্বত্র

বৃষ্টি বন্ধ হওয়ায় ড্যামের জল ছাড়া নিয়ে ডিভিসি নিল উল্লেখযোগ্য সিদ্ধান্ত, স্বস্তি সর্বত্র


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট লাগাতার বৃষ্টিতে বেশ কয়েকদিন যাবত রীতিমতো নাকাল হতে হয়েছে রাজ্যবাসীকে। অতিবৃষ্টি বন্যা পরিস্থিতির সৃষ্টি করেছে। ভয়াবহ বন্যা পরিস্থিতি রাজ্যের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই উদ্বেগ বাড়িয়েছে রাজ্য সরকারের। তার ওপরে ডিভিসি জল ছাড়ায় পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রসঙ্গত, বৃষ্টিতে নদী-নালা ফুঁসে উঠে জলস্তর বেড়ে গিয়েছিল ডিভিসির। তাই তাঁরা জল ছাড়তে বাধ্য হয় বলে জানা গিয়েছে। কিন্তু ডিভিসি জল ছাড়ার ফলে হুগলির বিস্তীর্ণ এলাকায় বানভাসি পরিস্থিতি তৈরি হয়। এই নিয়ে দীর্ঘ চাপানউতোর চলছে।

তবে পরিস্থিতি খতিয়ে দেখে এবার ডিভিসি, মাইথন ও পাঞ্চেত ড্যাম ঘোষণা করল, তারা আপাতত জল ছাড়া বন্ধ রাখবে। হাইড্রোলিক অপারেশনের জন্য যতটুকু প্রয়োজন, ততটুকুই জল ছাড়া হবে বলে জানিয়েছে ডিভিসি কর্তৃপক্ষ। সূত্রের খবর, মাইথন ও পাঞ্চেত থেকে 15 হাজার কিউসেক করে জল ছাড়া হচ্ছে। অর্থাৎ মোট 30 হাজার কিউসেক জল ছাড়া হয়েছে গত 24 ঘন্টায়। দুটি ড্যামেই একটা করে লকগেট খোলা রয়েছে বলে জানা গিয়েছে। মাইথন জলাধারে এই মুহূর্তে 490 ফুট ও পাঞ্চেত জলাধারে এই মুহূর্তে 423 ফুট জল রয়েছে। সুসংবাদ হল, আজকে রোদ ঝলমলে আকাশ দেখা গিয়েছে। নতুন করে কোথাও আর বৃষ্টি হয়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ফলে জলস্তর বাড়েওনি। তবে ঝাড়খন্ডে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু জল ছাড়ার পরিমাণ ডিভিসিকে বাড়াতেই হবে, না হলে বড় বিপদ ঘটবে বলে মনে করা হচ্ছে। আর সে সময় ডিইসির ছাড়া জলে নিম্ন উপত্যাকা এলাকা কিন্তু জলে ভাসবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। আরামবাগ, খানাকুলের বন্যা পরিস্থিতি তুলে আবার ডিভিসিকে কটাক্ষ করলেন রাজ্যের শ্রমমন্ত্রী তথা তৃণমূল বিধায়ক বেচারাম মান্না। তিনি আসানসোলের শ্রমদপ্তর মিটিংয়ে যাওয়ার পর বন্যা পরিস্থিতি এবং ত্রাণ নিয়ে সরাসরি কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন বলে জানা গেছে।

পাশাপাশি রাজ্যের বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার জন্য তিনিও ডিভিসির ওপরেই দায় চাপান। অন্যদিকে ডিভিসির ওপরে তৃণমূল দায় চাপালেও তা খারিজ করে দিয়েছে ডিভিসি নিজেই। তাঁদের বক্তব্য, রাজ্য সরকারকে জানিয়েই তাঁরা জল ছেড়েছিলেন। কার্যত ডিভিসি এবং রাজ্য সরকারের তরজা গড়িয়েছে কেন্দ্র পর্যন্ত। প্রধানমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রী এই নিয়ে নালিশ জানিয়েছেন। তবে ডিভিসি যে সিদ্ধান্ত গ্রহণ করেছে জল ছাড়া নিয়ে, তা কার্যত অত্যন্ত উল্লেখযোগ্য। ডিভিসির সিদ্ধান্তের ফলে রাজ্যের বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!