এখন পড়ছেন
হোম > অন্যান্য > স্কুলের বকেয়া মেটাতে এবার অভিভাবকদের কড়া নির্দেশ হাইকোর্টের পক্ষ থেকে, শুরু গুঞ্জন

স্কুলের বকেয়া মেটাতে এবার অভিভাবকদের কড়া নির্দেশ হাইকোর্টের পক্ষ থেকে, শুরু গুঞ্জন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত বছরের শুরু থেকে করোনা পরিস্থিতির জন্য স্কুল বন্ধ হয়ে গিয়েছে। সরকারি-বেসরকারি সমস্ত স্কুলই একইভাবে বন্ধ রয়েছে। তবে সেক্ষেত্রে অনলাইনের মাধ্যমে পঠন-পাঠন চালানোর রাস্তা বেছে নেওয়া হয়েছে। এর ফলে পড়ুয়ারা স্কুলে না আসতে পারলেও তাঁদের পড়াশোনায় কোন খামতি হচ্ছেনা। কিন্তু দেখা যাচ্ছে, বেসরকারি স্কুলের ক্ষেত্রে একটি বড় অসুবিধা তৈরি করেছে পড়ুয়াদের অভিভাবকরা। কার্যত তাঁরা স্কুলে কোভিড বা লকডাউনের কারণে বেতন জমা দেয়নি। আর তাই নিয়েই এবার কঠোর রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট।

উচ্চ আদালতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী তিন সপ্তাহের মধ্যে স্কুলের বকেয়া মাইনের অন্তত 50 শতাংশ মিটিয়ে দিতে হবে অভিবাবকদের। তা যদি না করা হয়, তাহলে পড়ুয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে স্কুল কর্তৃপক্ষ। কার্যত এদিন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এর পক্ষ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে আদালতের পক্ষ থেকে বলা হয়েছে, যেসব অভিভাবক সরকারি চাকরি করছেন এবং যাদের স্বচ্ছতা রয়েছে তাঁরাও বাচ্চাদের স্কুলের টাকা দিচ্ছেননা। স্কুল ছাড়া অন্য সব ব্যাপারেই তাঁদের খরচ করতে হচ্ছে। কিন্তু সরকারি স্কুলে এ ব্যাপারে তর্ক করার কিছু নেই। কিন্তু বেসরকারি স্কুলের কমবেশি সব জায়গাতেই একই ছবি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে আদালতের রায় ঘোষণার পর আইনজীবীরা জানিয়েছেন, আদালতের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা চলেছে অভিভাবকেরা যদি নুন্যতম স্কুলের মাইনে জমা না দেয়, তাহলে স্কুলগুলো সমস্যায় পড়বে। কারণ, বেসরকারি স্কুল কিন্তু শিক্ষক-শিক্ষিকাদের মাইনে দিচ্ছে। অন্যদিকে এই করতে গিয়ে পরিকাঠামোগত খরচে পড়ছে টান। এর আগে আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল স্কুলের বকেয়া বেতন বাবদ 80% টাকা মিটিয়ে দিতে হবে। কিন্তু সেই নির্দেশ মানেননি অভিভাবকেরা বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই বিচারপতিরা এই নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

কার্যত বলা হয়েছে মাধ্যমিক বা দ্বাদশ শ্রেণীর উত্তীর্ণদের মধ্যে যাদের স্কুল ফি বকেয়া থাকছে, বিদ্যালয় কর্তৃপক্ষ ইচ্ছা করলেই তাঁদের শংসাপত্র নাও দিতে পারে। এমনকি যদি 3 রা সেপ্টেম্বরের মধ্যে ন্যূনতম স্কুল ফি জমা না পড়ে, তাহলে যেকোনো পড়ুয়াকে সাসপেন্ড করা বা স্কুল থেকে বিতাড়িত করার অধিকার থাকবে স্কুল কর্তৃপক্ষের। সবমিলিয়ে হাইকোর্টের বিচারে আজকে বেসরকারি স্কুলের পড়ুয়াদের অভিভাবকদের কপালে চিন্তার ভাঁজ। দীর্ঘদিনের বকেয়া মেটাতে গেলে পকেটে পড়বে টান। 50% বেতন এবার কিভাবে মেটান অভিভাবকরা এখন সে দিকেই নজর থাকছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!