বিদ্যুতের বিলে রাশ টানতে ত্রিফলার পর কলকাতা পুরসভার নতুন উদ্যোগ বিশেষ খবর রাজ্য November 26, 2017 কলকাতা পুরসভার বিল করে বেড়েই চলেছে, বতর্মানে কলকাতা পুরসভাকে প্রায় ৩৫ কোটি টাকা করে প্রতি মাসে বিল দিতে হয়, যা স্বাভাবিকের থেকে অনেক বেশি। তাই এবার বিদ্যুৎ বিলে লাগাম টানতে নয়া উদ্যোগ নিচ্ছে পুরসভা। আর তাই এবার রাস্তার সোডিয়াম ভেপার, মেটাল হ্যালাইড বাতি বদলে নতুন এলইডি বাতি লাগানো হবে। এলইডি লাইট লাগালে বিদ্যুত্ বিল অনেকটাই কমে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিভাগের কর্তারা। প্রথম ধাপে প্রায় ৪০ হাজার আলো লাগানো হবে, যা পরীক্ষায় পাস করলে পরে আবার আরো লাগানো হবে। বিদ্যুৎ বিভাবেগ কথা অনুযায়ী টেন্ডার পাওয়া গেলেই আলো লাগানোর কাজ শুরু হবে। আপনার মতামত জানান -