এখন পড়ছেন
হোম > জাতীয় > ছাত্রছাত্রীদের সাইকেল জামা বিলিতে শিক্ষার মান বাড়ে না! পিকের নজিরবিহীন তোপ মুখ্যমন্ত্রীকে

ছাত্রছাত্রীদের সাইকেল জামা বিলিতে শিক্ষার মান বাড়ে না! পিকের নজিরবিহীন তোপ মুখ্যমন্ত্রীকে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –বিহারের বর্তমান শাসকদল নীতীশ কুমারের দলের অন্যতম শীর্ষ নেতা ছিলেন তিনি। তিনি ভারতবর্ষের নির্বাচনী রণনীতিকারও বটে। বর্তমানে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের ভোট বৈতরণী পার করার মোক্ষম দায়িত্বে রয়েছেন প্রশান্ত কিশোর। কিছুদিন আগেই অবশ্য নীতীশ কুমারের দল থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে। যার পর নীতীশ কুমারের দলের বিরুদ্ধে নানা বিষয় নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করতে দেখা গেছে এই প্রশান্ত কিশোরকে। আর এবার সরাসরি বিহারের মুখ্যমন্ত্রীকে সাংবাদিক বৈঠকের মাধ্যমে কটাক্ষ করলেন বিশিষ্ট নির্বাচনী রননীতিকার।

সূত্রের খবর, এদিন ছাত্রছাত্রীদের সাইকেল এবং জামা বিলি নিয়ে নীতীশ কুমারকে কটাক্ষ করেন প্রশান্ত কিশোর। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী বলেন তার জমানায় বিহারের শিশুদের কাছে শিক্ষা পৌঁছেছে। যা লালু প্রসাদের জমানায় ছিল না। আমি মানছি পৌঁছেছে। কিন্তু তাতে লাভ কি হয়েছে? 15 বছর আগেও বিহার শিক্ষায় দেশের সবথেকে পিছিয়ে পড়া রাজ্য ছিল। এখনও তাই রয়েছে। ছাত্রছাত্রীদের সাইকেল আর জামা বিলি করলে শিক্ষার মান বাড়ে না।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর বর্তমান পরিস্থিতিতে প্রশান্ত কিশোর এই কথা বলে তার প্রাক্তন দল জেডিইউ এবং নীতীশ কুমারকে কটাক্ষ করলেও, তার এই মন্তব্য পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্দরে ব্যাপক শোরগোল তৈরি করেছে। কেননা ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় সবুজসাথীর সাইকেল দিয়ে ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করেছেন। এমনকি স্কুলে ছোট বাচ্চাদের জামা জুতোও দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

সেদিক থেকে তৃণমূলের নির্বাচনী রননীতিকার নীতীশ কুমারের এই সমস্ত দিক তুলে ধরে তাকে কটাক্ষ করলেও তিনি বুঝিয়ে দিলেন যে, এই সমস্ত কিছু করে শিক্ষার মানের উন্নতি করা যায় না। তাহলে কি পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের এই সাইকেল প্রদান বা জামাকাপড় প্রদানের বিষয়টিকেও তেমনভাবে মানছেন না প্রশান্ত কিশোর? নীতীশ কুমারের বিভিন্ন বিষয় তুলে ধরে প্রশান্ত কিশোর অন্তত সেই বার্তাই দিতে চাইলেন বলে মনে করছে রাজনৈতিক মহল। যার ফলে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্দরে এবার প্রশান্ত কিশোরের এই মন্তব্য নিয়ে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!