এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “নতুন করে বিজেপিতে যোগদানের প্রশ্ন নেই” কেন এমন বললেন মুকুল!

“নতুন করে বিজেপিতে যোগদানের প্রশ্ন নেই” কেন এমন বললেন মুকুল!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের সঙ্গে ঘর করার পর হঠাৎ করেই বিজেপির সঙ্গে যুক্ত হন মুকুল রায়। তারপর বিজেপিতে থেকে তৃণমূলের ঘর ভাঙতে শুরু করেছিলেন তিনি। তবে 2021 এর বিধানসভা নির্বাচনের পর আবার সেই মুকুল রায়কে তৃণমূল কংগ্রেসে যুক্ত হতে দেখা যায়।

তারপর বিভিন্ন সময়ে তার বিভিন্ন অসংলগ্ন কথা নিয়ে রাজ্য রাজনীতিতে তৈরি হয় প্রশ্নচিহ্ন। মুকুল বাবুর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, তিনি সম্পূর্ণরূপে অসুস্থ। আর এই পরিস্থিতিতে দীর্ঘদিন সেই মুকুল রায়কে রাজ্য রাজনীতির আলোতে দেখা যায়নি। তবে হঠাৎ করেই বাড়ি ছেড়ে দিল্লি চলে গিয়েছেন মুকুল রায়। আর তারপরেই তিনি যে বিজেপির সঙ্গেই রয়েছেন, সেই ব্যাপারে বিস্ফোরক মন্তব্য করলেন বঙ্গ রাজনীতির এক সময়কার চানক্য।

সূত্রের খবর, এদিন দিল্লিতে সাংবাদিকদের তরফে মুকুল রায়কে এই বিষয়ে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কৃষ্ণনগর উত্তরের বিধায়ক বলেন, “আমার নতুন করে বিজেপিতে যোগদান করার কোনো প্রশ্নই নেই। আমি তো বিজেপিতেই আছি। বিজেপিতে ছিলাম, বিজেপিতেই থাকব।”

অর্থাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে মাঝে তাকে নিয়ে এবং তার তৃণমূলে যোগদান নিয়ে নানা কথা বলা হলেও তিনি যে এখন বিজেপিতেই রয়েছেন এবং নতুন করে যে কোনো দলে যোগদান করবেন না, তা স্পষ্ট করে দিলেন মুকুল রায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!