এখন পড়ছেন
হোম > রাজনীতি > কেন্দ্র-রাজ্য বিবাদ বন্ধে বড় পদক্ষেপ আদালতের! জেনে নিন!

কেন্দ্র-রাজ্য বিবাদ বন্ধে বড় পদক্ষেপ আদালতের! জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- নারদ কান্ডে রাজ্যের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থা পদক্ষেপ নেওয়ার পরেই তা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করে। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই ব্যাপারে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের বিধানসভায় তলব করেন। যদিও বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা সেই ব্যাপারে বিধানসভায় উপস্থিত হননি। পাল্টা এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর এবার এই গোটা বিষয়ে মামলার নিষ্পত্তি ঘোষণা করে দিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি রাজ্য বনাম কেন্দ্রের দ্বৈরথে যে তারা প্রবলভাবে বিরক্ত, সেই কথাও বুঝিয়ে দিলেন বিচারপতি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন এই মামলার নিষ্পত্তি ঘোষণা করে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার থাকবেন। যেখানে আদালতের পক্ষ থেকে কড়া ভাষায় রাজ্য এবং কেন্দ্রীয় সরকারকে একটি পরামর্শ দেওয়া হয়। কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে বলা হয়, “অনেক হয়েছে এবার থামুন। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারকে বলছি, অনেক হয়েছে। এবার নিজেদের লড়াই থামান। রাজ্যের উন্নতির দিকে লক্ষ্য রেখে আপনারা এই লড়াই বন্ধ করুন। আমি মামলার নিষ্পত্তি ঘোষণা করছি।”

একাংশ বলছেন, নিঃসন্দেহে কলকাতা হাইকোর্টের এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শুধু এই বিষয় নয়, বিভিন্ন বিষয় নিয়ে কেন্দ্র বনাম রাজ্যের দ্বৈরথ লক্ষ্য করা যায়। যার ফলে আখেরে ক্ষতি হয় সাধারণ মানুষের। তাই এই ব্যাপারে কলকাতা হাইকোর্ট দুই সরকারকে কড়া ভাষায় পরামর্শ দিয়ে পরিস্থিতিকে স্বাভাবিক করার চেষ্টা করলেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!