এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > প্রার্থী নিয়ে চরম অসন্তোষ, প্রবল বিক্ষোভ কংগ্রেস ভবনে! দিশেহারা হাত শিবির!

প্রার্থী নিয়ে চরম অসন্তোষ, প্রবল বিক্ষোভ কংগ্রেস ভবনে! দিশেহারা হাত শিবির!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এই কংগ্রেস নাকি আবার নিজেদের গণতান্ত্রিক দল বলে দাবি করে! সত্যি, এই যদি গণতান্ত্রিক দলের অবস্থা হয়, তাহলে গণতন্ত্র সম্পর্কে যে সম্মানটুকু মানুষ প্রদর্শন করে, সেটাও হয়ত প্রশ্নের মুখে পড়ে যাবে। কিন্তু কেন এই কথা বলা হচ্ছে? এই কথা বলা হচ্ছে, তার কারণ, আজকে প্রদেশ কংগ্রেস ভবনে চরম বিক্ষোভ দেখতে পাওয়া গিয়েছে। যেখানে ঘাটালের কংগ্রেস প্রার্থী নিয়ে সেখানকার নেতা কর্মীরা নিজেদের আপত্তির কথা। জানিয়েছেন বিধান ভবনে পাশাপাশি তুমুল বিক্ষোভে অশান্ত হয়ে উঠেছে কংগ্রেস দপ্তর। যার ফলে চাপে পড়ে প্রার্থী ঘোষণা করেও তা স্থগিত রাখতে হয় বাংলার কংগ্রেস নেতৃত্বকে।

প্রসঙ্গত, কংগ্রেসের পক্ষ থেকে ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে পাপিয়া চক্রবর্তীর নাম ঘোষণা করা হয়। কিন্তু আজ তা নিয়ে প্রবল প্রতিবাদ জানাতে সেখানকার নেতাকর্মীরা পৌঁছে যান কংগ্রেসের রাজ্য দপ্তর বিধান ভবনে। যেখানে তুমুল অশান্তি সৃষ্টি হয়। স্থানীয় নেতৃত্বের দাবি, এই পাপিয়া চক্রবর্তী কিছুদিন আগে পর্যন্ত বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন। তাই তাকে প্রার্থী করার এই সিদ্ধান্ত বদল করতে হবে। স্বাভাবিক ভাবেই চাপে পড়ে কংগ্রেস নেতৃত্ব প্রার্থী ঘোষণা করলেও, শেষ পর্যন্ত তা স্থগিত করতে বাধ্য হয়। অনেকে বলছেন, এমনিতেই বাংলায় শোচনীয় পরিস্থিতি কংগ্রেসের। তার মধ্যে ভোটের মুখে দলের মধ্যেই এই ধরনের বিক্ষোভ কংগ্রেসকে আরও চাপে ফেলে দিল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!