এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি >  “বাংলা শান্তিপূর্ণ নির্বাচন চায়” পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে দেখা করে বড় দাবি শুভেন্দুর!

 “বাংলা শান্তিপূর্ণ নির্বাচন চায়” পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে দেখা করে বড় দাবি শুভেন্দুর!


 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস যে পরিমাণ সন্ত্রাস নির্বাচনের আগে এবং পরে করে, এবার তা থেকে হয়ত তাদের দূরে থাকতে হবে। কারণ বাংলা থেকে যে তিক্ত অভিজ্ঞতা খবর আকারে সংগ্রহ করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন, তার জন্য তারা এবার বাংলার দিকে বাড়তি নজর দিয়েছে। তবে তারপরেও বিভিন্ন জায়গায় নীচুতলার পুলিশকে দিয়ে ভোট কারচুপি করার চেষ্টা এই রাজ্যের শাসক দল করছে। তাই তাদের সেই চেষ্টা বন্ধ করতে  নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিয়োগ করা রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে সাক্ষাৎ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তারপরেই বাইরে বেরিয়ে এসে কি কথা হয়েছে, তা নিয়ে পর্দাফাঁস করে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দিলেন তিনি।

প্রসঙ্গত, এদিন পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে দেখা করে পশ্চিমবঙ্গের অতীতের নির্বাচন নিয়ে একাধিক দাবি করেন রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাইরে বেরিয়ে তিনি বলেন, “আমরা ২০২১ এর পরে যে নির্বাচনী সন্ত্রাস হয়েছে এবং ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে যে পরিমাণ অশান্তি হয়েছে এবং তারপরে যত মানুষ খুন হয়েছে, তার সব তথ্য তুলে ধরেছি। তিনি এই রাজ্য সম্পর্কে অবগত। আমরা বলেছি, বাংলার মানুষ শান্তিপূর্ণ নির্বাচন চায়, শান্তি চায়।”

একাংশ বলছেন, তৃণমূল প্রত্যেকটি স্থানীয় নির্বাচনে অশান্তি করে বুথ দখল করে বাজিমাত করার চেষ্টা করে। কিন্তু এবার সেই পথে হেটেও কোনো লাভ হবে না। কারণ এবার কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে। পাশাপাশি রাজ্য পুলিশকে দল দাসে পরিণত করে তৃণমূল যদি ভোট কাটানোর চেষ্টা করে, তাহলে সেখানেও তাদের কি করে জব্দ করতে হয়, তার স্ট্র্যাটেজি এখন থেকেই তৈরি করে রাখছে বিরোধী দল বিজেপি। আর সেই কারণেই পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে দেখা করে তৃণমূলের ভোট লুটের চক্রান্তের পর্দা ফাঁস করে শাসক দলের ঘুম উড়িয়ে দিলেন শুভেন্দু অধিকারী। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!