এখন পড়ছেন
হোম > জাতীয় > মস্তিষ্কে অপারেশন, রয়েছেন ভেন্টিলেশনে! করোনা আক্রান্ত প্রণব মুখার্জিকে ঘিরে দুশ্চিন্তা!

মস্তিষ্কে অপারেশন, রয়েছেন ভেন্টিলেশনে! করোনা আক্রান্ত প্রণব মুখার্জিকে ঘিরে দুশ্চিন্তা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। এমনিতেই সোমবার রাতে তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছে। তার মধ্যে তার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা এখন রীতিমত আতঙ্ক তৈরি করেছে সর্বত্র। দ্রুত যাতে প্রাক্তন রাষ্ট্রপতি সুস্থ হয়ে ওঠেন, তার জন্য প্রার্থনা করা হচ্ছে। জানা যায়, গত রবিবার রাতে প্রণব মুখোপাধ্যায় নিজের বাড়ির বাথরুমে পড়ে যান।

আর তার পরেই তার মাথায় এবং হাতে আঘাত লাগে। আর এরপরই সোমবার সকালে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। বর্তমানে প্রণব মুখোপাধ্যায়ের অস্ত্রপচার সফল বলে জানিয়েছেন চিকিৎসকরা‌। কিন্তু এর পরেই খবর আসে 84 বছর বয়সী দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে করোনা ভাইরাস ভয়াবহ রোগ না হলেও যেহেতু প্রণববাবুর হার্টের সমস্যা রয়েছে, সেহেতু তাকে নিয়ে চিন্তায় রয়েছেন চিকিৎসকরা‌।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই বর্তমানে প্রাক্তন রাষ্ট্রপতিকে রাখা হয়েছে ভেন্টিলেশনে‌। জানা গেছে, আগামী 96 ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখা হবে। এদিকে প্রণব মুখোপাধ্যায় করোনা আক্রান্ত হওয়ার সাথে সাথেই তার রাজাজি মার্গের সরকারি বাসভবনের সমস্ত পরিচালক এবং সমস্ত কর্মীদের করোনা পরীক্ষা করা হয়েছে। তবে দ্রুত যাতে প্রাক্তন রাষ্ট্রপতি সুস্থ হয়ে ওঠেন, তার জন্য এখন সমস্ত মহলে প্রার্থনা শুরু হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, মস্তিষ্কে রক্তক্ষরণের পর অস্ত্রপ্রচার হওয়া প্রণব মুখোপাধ্যায় এমনিতেই ভেন্টিলেশনে রয়েছেন। এর মধ্যে তাঁর করোনা ভাইরাসের রিপোর্ট পদ্ধতি ভাষায় চিন্তা বাড়ছে। স্বাভাবিকভাবেই এখন তার দ্রুত সুস্থ কামনা করতে শুরু করেছেন সকলে। এখন পাকাপাকিভাবে করোনা ভাইরাসকে পরাজিত করে কবে সুস্থ হয়ে ওঠেন প্রণববাবু, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!