পঞ্চায়েতে ভোট হবে না তবুও তৃণমূল খারাপ ফল করবে: মুকুল রায় বিশেষ খবর রাজ্য November 7, 2017 গতকাল রাজ্যে পা দিয়েই রাত্রে এক বেসরকারি বৈদ্যুতিন সংবাদমাধ্যমকে একান্ত সাক্ষাৎকার দেন বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন তৃণমূল নেতা মুকুল রায়। সেখানে একের পর এক বিস্ফোরক অভিযোগ আনেন তিনি। পশ্চিমবঙ্গের আগামী নির্বাচনগুলি নিয়ে নিজের মতামত জানাতে গিয়ে সেখানে মুকুলবাবু জানান ২০০৮ সালের সাথে বর্তমান পরিস্থিতির খুব মিল খুঁজে পাচ্ছেন। সেইসময়েও বামফ্রন্ট ভোট করতে দিত না, তবুও ২০০৮ এই পঞ্চায়েতে তৃণমূল ভালো ফল করে যেখান থেকেই পরিবর্তনের হওয়া তৈরি হয়। বর্তমানে তৃণমূল সরকারও রাজ্যে ঠিকভাবে ভোট হতে দেয় না, পুলিশ দিয়ে নিজেদের ভোট করিয়ে নেয় এবং আগামী পঞ্চায়েতেও একই ফর্মুলায় শাসকদল ভোট করবে বলে তাঁর আশঙ্কা। তবুও তৃণমূলের ফল খারাপ হবে, বিজেপির নয়, সেক্ষত্রে সামগ্রিকভাবে বিরোধীদের ফল ভালো হবে বলে তাঁর ধারণা। তবে এরপরে ২০১৯ এ রাজ্যে বিজেপি খুবই ভালো ফল করবে ও ২০২১ এই রাজ্যে পরিবর্তনের পরিবর্তন হবে বলে তিনি ভবিষ্যৎবাণী করেন। আপনার মতামত জানান -