এখন পড়ছেন
হোম > জাতীয় > গতকাল কেন অপেক্ষা করানো হয়েছিল প্রধানমন্ত্রীকে? কারণ খোলসা করলো প্রশাসন

গতকাল কেন অপেক্ষা করানো হয়েছিল প্রধানমন্ত্রীকে? কারণ খোলসা করলো প্রশাসন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল কলাইকুন্ডাতে প্রধানমন্ত্রী যখন হেলিকপ্টার থেকে নেমে ছিলেন, তখন সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। এ কারণে প্রধানমন্ত্রীকে অন্তত ৩০ মিনিট অপেক্ষা করানো হয়েছে বলে, অভিযোগ উঠেছে বিজেপির পক্ষ থেকে। কিন্তু রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, প্রধানমন্ত্রীর হেলিকপ্টার আসার আগেই সেখানে পৌঁছে যেতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু তাঁকে সাগরে ২০ মিনিট অপেক্ষা করার পরামর্শ দেয়া হয় প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে। তাই কলাইকুন্ডা যেতে কিছুটা সময় অপেক্ষা করেন মুখ্যমন্ত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর কলাইকুন্ডা পৌঁছানোর পর মুখ্যমন্ত্রী জানতে পারেন, প্রধানমন্ত্রী অন্য নেতাদের সঙ্গে বৈঠক করছেন। তাই মুখ্যমন্ত্রীকে অপেক্ষা করতে হয়। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে, তাঁর হাতে বিপর্যয়ের রিপোর্ট তুলে দিয়ে চলে যান মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি অংশগ্রহণ করেননি। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি সাগর, নামখানা ও পাথরপ্রতিমা থেকে কলাইকুন্ডাতে গিয়েছিলেন। প্রধানমন্ত্রী আসবেন বলে তিনি জানতেন না। দিঘায় তাঁদের অনুষ্ঠান ছিল। রাজ্যের ক্ষয়ক্ষতির হিসাব প্রধানমন্ত্রীর হাতে তিনি তুলে দিয়েছেন। প্রধানমন্ত্রীকে তিনি জানিয়েছেন, এটা তাঁদের রিপোর্ট। তিনি যা ভালো বুঝবেন তাই তিনি করবেন।

অন্যদিকে, বিজেপির আইটি সেলের সর্বভারতীয় প্রধান অমিত মালব্য অভিযোগ করেছেন যে, গতকাল কলাইকুন্ডাতে রাজ্যের প্রতিনিধিদের জন্য প্রধানমন্ত্রীকে আধ ঘণ্টা অপেক্ষা করানো হয়েছে। এরপর মুখ্যমন্ত্রী আচমকা ঔদ্ধত্যপূর্ণ ভাবে সেখানে এসেছেন। ঝড়ের ক্ষয়ক্ষতি রিপোর্ট ধরিয়ে দিয়েছেন তিনি। অমিত মালব্য আরও জানিয়েছেন যে, তাঁর অন্য জায়গায় কাজ আছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেছেন, মুখ্যমন্ত্রী শুধু যে নিজে উপস্থিত ছিলেন না তা নয়, মুখ্যমন্ত্রী রাজ্যের স্বরাষ্ট্র সচিব, মুখ্যসচিবকেও সেখানে থাকার অনুমতি দেননি গতকাল।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!