এখন পড়ছেন
হোম > জাতীয় > ক্ষুদ্র শিল্পে বড় উদ্যোগ , চমকপ্রদ ঘোষণা সীতারামনের ! জেনে নিন!

ক্ষুদ্র শিল্পে বড় উদ্যোগ , চমকপ্রদ ঘোষণা সীতারামনের ! জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- করোনা ভাইরাসের সময়কালে এমনিতেই দেশের অর্থনৈতিক মেরুদণ্ড প্রশ্নের মুখে পড়ে গিয়েছে। আর এই পরিস্থিতিতে আজ কেন্দ্রীয় বাজেটে সকলের নজর ছিল। যেখানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পেপারলেস বাজেট পেশ করেন। তবে সেই বাজেটে এবার ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের জন্য বড় ঘোষণা করতে দেখা গেল কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে। যেখানে এই ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের উন্নতিকে একাধিক পদক্ষেপ গ্রহণ করতে চলেছে কেন্দ্রীয় সরকার।

সূত্রের খবর, আজ কেন্দ্রীয় বাজেট পেশ করেন নির্মলা সীতারামন। আর সেখানেই ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের জন্য দুই লক্ষ কোটি টাকা বরাদ্দ করার কথা জানিয়ে দেন তিনি। পাশাপাশি স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনলাইন ট্রেনিং এবং 10 লক্ষ ক্ষুদ্র-মাঝারি ব্যবসায়ী ঋণের সুবিধা পাবেন বলে ঘোষণা করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, এমনিতেই করোনা ভাইরাসের কারণে শিল্প ক্ষেত্রে মারাত্মক ক্ষতি হয়েছে। তাই এই পরিস্থিতিতে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প ব্যবস্থাকে চাঙ্গা করতে কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!