এখন পড়ছেন
হোম > জাতীয় > বাজেট পেশের মধ্যেই 5g টেকনোলজি নিয়ে বিরাট চমক কেন্দ্রের ! এবার পাবেন এই সুবিধা !

বাজেট পেশের মধ্যেই 5g টেকনোলজি নিয়ে বিরাট চমক কেন্দ্রের ! এবার পাবেন এই সুবিধা !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  আজকে কেন্দ্রীয় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করার শুরুতেই এদিন অর্থমন্ত্রী জানান  “বাজেটে থাকবে আগামী ২৫ বছরের ব্লু প্রিন্ট।” অর্থমন্ত্রী জানান এবার বাজেটের পরিকাঠামো নির্মাণের জন্য কুড়ি হাজার কোটি টাকা ও পরিষেবা খাতের জন্য পাঁচ লক্ষ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেছেন ।তবে এবার আগামী  ২০২২-২৩ অর্থবছরে বাজেট পেশের মধ্যে  5g টেকনোলজির উপরে বিশেষ চমক কেন্দ্রের ।

জানা যাচ্ছে এখানে কর্মসংস্থানের বিপুল সম্ভাবনার কথা জানিয়ে স্পেকট্রাম নিলাম করা হবে জানানো হয়েছে ।তিনি আরো জানান ২০২২-২৩ সালে ৫জি পরিষেবার স্পেকট্রাম বণ্টনের দেশের সর্বত্র ব্রন্ডব্র্যান্ড পরিষেবায় জোর দেওয়া হবে । দেশের সব গ্রামে অপটিকাল ফাইবার বসানোর বরাত প্রদান করা হবে। পিপিই মডেলে হবে। ২০২৫ সালের মধ্যে সেই প্রকল্প শেষ হতে পারে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!