এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিচারপতিকে সরাতে চেয়ারম্যানের উদ্যোগে সায় নেই চার সদস্যের, কোণঠাসা তৃণমূল! চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে জল্পনা!

বিচারপতিকে সরাতে চেয়ারম্যানের উদ্যোগে সায় নেই চার সদস্যের, কোণঠাসা তৃণমূল! চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  সম্প্রতি কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির অপসারণ দাবি করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে একটি চিঠি দেওয়া হয়েছে। আর এই চিঠি দিয়েছেন তৃণমূল বিধায়ক তথা রাজ্য বার কাউন্সিলের চেয়ারম্যান অশোককুমার দেব। স্বাভাবিক ভাবেই এই চিঠি দেওয়ার পরই প্রশ্ন তুলতে শুরু করেছিল বিরোধীরা। তবে এবার হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির অপসারণ চেয়ে রাজ্য বার কাউন্সিলের চেয়ারম্যানের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে চিঠি দেওয়া হলেও, সেই বার কাউন্সিলের দ্বিধা-বিভক্ত রূপ সামনে চলে এল।

যার জেরে ব্যাপক চাপে পড়ে গেলেন তৃণমূল বিধায়ক তথা রাজ্য বার কাউন্সিলের চেয়ারম্যান অশোক কুমার দেব। জানা গেছে, চেয়ারম্যান চিঠি পাঠালেও, তা রাজ্য বার কাউন্সিলের মত নয়। ইতিমধ্যেই এই ব্যাপারে পাল্টা চেয়ারম্যানের চিঠির বিপক্ষে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে একটি চিঠি পাঠিয়েছেন বার কাউন্সিলের চার সদস্য। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। যার জেরে চাপে পড়ে গিয়েছে রাজ্যের শাসক দল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

জানা গেছে, আগামী শনিবার বার কাউন্সিলের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। আর সেই বৈঠকে এই নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। কেননা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে সরানোর জন্য বার কাউন্সিলের চেয়ারম্যান চিঠি দিলেও, তা অন্যান্য সদস্যদের মতামত নয়। তাই সেই চিঠির বিপক্ষে পাল্টা চার বার কাউন্সিলের সদস্য সুপ্রিম কোর্টে চিঠি দিয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বাভাবিকভাবেই হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণ করা নিয়ে চেয়ারম্যানের একমত এবং চার সদস্যের পৃথক মত ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। অনেকে বলছেন, বর্তমান পরিস্থিতিতে রাজ্য বার কাউন্সিলের সিংহভাগ সদস্য তৃণমূল কংগ্রেসের। সেদিক থেকে শেষ পর্যন্ত চেয়ারম্যান অশোক দেব সাফল্য পেতে পারেন। কিন্তু যেভাবে চার সদস্য সেই চেয়ারম্যানের চিঠির বিপক্ষে নিজেদের মতামত পোষণ করলেন, তা নিয়েই তৈরি হয়েছে প্রশ্ন।

ইতিমধ্যেই বার কাউন্সিলের চার সদস্য এই ব্যাপারে তাদের কড়া প্রতিক্রিয়া দিয়েছেন। তাদের দাবি, কোনো সভা বা আলোচনা না করে চেয়ারম্যান কেন এভাবে চিঠি দিলেন? এটা অনৈতিক। অর্থাৎ চেয়ারম্যান সহ একাধিক সদস্য হাইকোর্টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে সরানোর জন্য উঠেপড়ে লাগলেও, তার বিপক্ষেই রয়েছেন বার কাউন্সিলের বেশকিছু সদস্য। অর্থাৎ বার কাউন্সিলের একসুর যে চোখে পড়ছে না, তা কার্যত স্পষ্ট। যার ফলে শনিবারের বৈঠক অত্যন্ত লক্ষণীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে বিশেষজ্ঞদের কাছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!