এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আজ একের পর এক গুরুত্বপূর্ণ মামলার শুনানি হাইকোর্টে, নজর সরকার-বিরোধী সহ সমস্ত মহলের

আজ একের পর এক গুরুত্বপূর্ণ মামলার শুনানি হাইকোর্টে, নজর সরকার-বিরোধী সহ সমস্ত মহলের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ একের পর এক গুরুত্বপূর্ণ মামলার শুনানি হতে চলেছে হাইকোর্টে। আজ সাতটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে হাইকোর্টে। তার মধ্যে বেশকিছু মামলা নিয়ে উদ্বেগ বাড়তে পারে সরকারের। যেমন আজ রয়েছে রাজ্যের ভোট পরবর্তী হিংসার পরিস্থিতি নিয়ে মামলার শুনানি। আজ জাতীয় মানবাধিকার কমিশন এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট হাইকোর্টে পেশ করতে পারে। রাজ্যের ভোট পরবর্তী হিংসায় উপদ্রুত বহু এলাকা ঘুরে দেখেছে জাতীয় মানবাধিকার কমিশন। বহু মানুষ সরাসরি মানবাধিকার কমিশনের কাছে যেমন অভিযোগ করেছেন, তেমনি অনেকে ফোন করে বা মেল পাঠিয়েও অভিযোগ জানিয়েছেন। আজ কি রিপোর্ট পেশ করে মানবাধিকার কমিশন? সে দিকে দৃষ্টি রয়েছে সকলের। যা থেকে রাজ্য সরকারের উদ্বেগ বাড়তে পারে বলে, মনে করছেন অনেকে।

আবার, গতমাসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সরকারি ত্রাণের ত্রিপল চুরির অভিযোগ উঠেছিল। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। আজ এই মামলার শুনানি রয়েছে। ইতিপূর্বে শুভেন্দু অধিকারী আদালতে আর্জি জানিয়েছিলেন যে, এফআইআর প্রত্যাহার করে নিতে। তবে, আদালত তা খারিজ করে দিয়েছিল। আজ এই মামলার শুনানি রয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার, কয়লা পাচার, গরু পাচার কাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্রর দেশে ফেরা নিয়ে আজ মামলার শুনানি রয়েছে। বিনয় মিশ্রর আইনজীবী আদালতে জানিয়েছেন যে, যদি গ্রেফতার না করা হয় বিনয় মিশ্রকে, তবে ফিরে আসতে চান বিনয় মিশ্র, তদন্তে সাহায্য করার কথাও জানিয়েছেন তিনি। এরপর এ বিষয়ে নিজেদের অবস্থান জানাতে হলফনামা পেশ করার নির্দেশ দিয়েছে আদালত সিবিআইকে। আজ শুক্রবার এই হলফনামা পেশ করতে চলেছে সিবিআই আদালতে।

অন্যদিকে, কিছুদিন আগে উচ্চ প্রাথমিকের যে মেধাতালিকা প্রকাশ করা হয়েছিল, সেখানে নানা অসঙ্গতির অভিযোগ উঠেছে। উচ্চ প্রাথমিকের নিয়োগে হাইকোর্টের পক্ষ থেকে স্থগিতাদেশ দেয়া হয়েছে। এই স্থগিতাদেশ জারি থাকবে? নাকি তা প্রত্যাহার করা হবে? আজ সেই মামলার শুনানি রয়েছে। আবার গত মাসে কলকাতা মেডিকেল কলেজ থেকে চুরি হয়ে গিয়েছিল লক্ষ টাকার টোসিলিজুমাব ইঞ্জেকশন। করোনার চিকিৎসাতে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিযোগ উঠেছে, এই কাণ্ডে একাধিক প্রভাবশালীর হাত রয়েছে। এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। আজ এই মামলার শুনানি রয়েছে।

আবার, ভুয়ো ভ্যাকসিন কান্ডের বিরুদ্ধে হাইকোর্টে তিনটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। ভুয়ো ভ্যাকসিন কান্ডে রাজ্য সরকারের কাছে রিপোর্ট চেয়েছে আদালত। আজ রাজ্য সরকার এই রিপোর্ট জমা দিতে চলেছে। আজ ভ্যাকসিন কাণ্ডে তিনটি মামলার একসঙ্গে শুনানি রয়েছে হাইকোর্টে। অর্থাৎ, আজ একাধিক গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে হাইকোর্টে। যার মধ্যে বেশকিছু মামলা সরকারকে অস্বস্তিতে ফেলে দিতে পারে বলে মনে করছেন একাধিক রাজনৈতিক বিশ্লেষক। এই মামলাগুলির শুনানিতে কি ফল বের হয়? হাইকোর্ট কি রায় দেয়? সেদিকে সরকার-বিরোধী সহ সমস্ত মহলের নজর রয়েছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!