এখন পড়ছেন
হোম > জাতীয় > দীর্ঘদিন পড়ে থাকা এই দাবিতে মোদীর কাছে আবেদন মমতার, জেনে নিন!

দীর্ঘদিন পড়ে থাকা এই দাবিতে মোদীর কাছে আবেদন মমতার, জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সর্বভারতীয় ক্ষেত্রে প্রশাসনিক বৈঠকে হরফ অনুযায়ী বিভিন্ন রাজ্যগুলো ডাক পায়। এক্ষেত্রে পশ্চিমবঙ্গের ইংরেজি নাম ওয়েস্ট বেঙ্গল হওয়ার কারণে তারা একদম শেষে বলার সুযোগ পায়। আর সেই কারণেই রাজ্যের ক্ষমতায় তৃণমূল কংগ্রেস অধিষ্ঠিত হওয়ার পরেই কেন্দ্রের কাছে বারবার সেই পশ্চিমবঙ্গের নাম বদল নিয়ে আবেদন করেছে। পশ্চিমবঙ্গ থেকে যাতে রাজ্যের নাম বাংলা করা হয়, তার জন্য বারবার কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করতে দেখা গিয়েছে রাজ্য সরকারকে।

কিন্তু এখনও পর্যন্ত এই ব্যাপারে কেন্দ্রের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। যা নিয়ে মাঝেমধ্যেই ক্ষোভ উগরে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পরে দিল্লি গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সেই রাজ্যের নাম বদলের বিষয়টি তুলে ধরলেন তিনি। অর্থাৎ আগামী দিনে বাংলাকে সামনে নিয়ে আসতে এবং রাজ্যের নাম বদল করতে এবার কেন্দ্রের কাছে দরবার করে গোটা বিষয়টিতে সফলতা পাওয়ার চেষ্টা করলেন তৃণমূল নেত্রী বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই অন্যান্য বিষয় তুলে ধরার পাশাপাশি পশ্চিমবঙ্গের নাম বদল নিয়ে যাতে কেন্দ্র সম্মতি দেয়, তার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন তিনি। এদিন এই প্রসঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজ্যের নাম বদল নিয়ে আলোচনা হয়েছে। বলেছি, অনেকদিন হয়ে গিয়েছে। এবার মেহেরবানি করে ওটা দিয়ে দিন।” বলা বাহুল্য, 2018 সালে পশ্চিমবঙ্গ বিধানসভায় সর্বসম্মতিক্রমে পশ্চিমবঙ্গের নাম বাংলা করার প্রস্তাব গৃহীত হয়। আর তারপরই সেই বিষয়টি কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়ে দেওয়া হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু রাজ্যের নাম বদল করতে হলে সংবিধান সংশোধনের প্রয়োজন বলে পাল্টা জানিয়ে দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। আর এই পরিস্থিতিতে নানা জটিলতা তৈরি হয়। যার জেরে কেন্দ্রের পক্ষ থেকে অসহযোগিতা করা হচ্ছে বলে রাজ্যের পক্ষ থেকে অভিযোগ করা হয়। আর এবার সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এই বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের আর্জি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকে বলতে শুরু করেছেন, বর্তমানে কেন্দ্রের সঙ্গে রাজ্যে একাধিক বিষয়ে দ্বৈরথ তৈরি হয়েছে। প্রতিমুহূর্তে কেন্দ্রীয় সরকারের অস্বস্তি বাড়িয়ে দিচ্ছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক দিক থেকে তো বটেই, প্রশাসনিক দিক থেকেও বিভিন্ন ইস্যুকে হাতিয়ার করে কেন্দ্রের বিরুদ্ধে সরব হতে দেখা যাচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

আর এই পরিস্থিতিতে দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের বিভিন্ন বিষয় তুলে ধরার পাশাপাশি পশ্চিমবঙ্গের নাম “বাংলা” করা নিয়ে যাতে কেন্দ্র পদক্ষেপ গ্রহণ করে, তার জন্য অনুরোধ জানালেন তিনি। অর্থাৎ দীর্ঘদিন ধরে এই বিষয়টি আটকে পড়েছিল। কিন্তু এবার দ্রুত পদক্ষেপ গ্রহণের কথা বলে কেন্দ্রীয় সরকারের ওপর কৌশলী চাপ প্রয়োগ করার চেষ্টা করলেন বাংলার প্রশাসনিক প্রধান বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!