এখন পড়ছেন
হোম > জাতীয় > সংসদের অধিবেশন চালাতে এবার বিজেপি মন্ত্রীর ফোন তৃণমূল সাংসদকে, সুর নরম করার আহ্বান

সংসদের অধিবেশন চালাতে এবার বিজেপি মন্ত্রীর ফোন তৃণমূল সাংসদকে, সুর নরম করার আহ্বান


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সময় যত যাচ্ছে, ততই পেগাসাস কান্ড ঘিরে সুর চড়াচ্ছে বিরোধীরা। কার্যত বাদল অধিবেশনের শুরু থেকেই পেগাসাস কান্ড হাওয়া গরম করতে শুরু করে। তৃণমূল সহ অন্যান্য বিরোধীরা সংসদে হইচই ফেলে দেয়। দাবি জানায়, কেন্দ্রীয় তদন্তের। পাশাপাশি বিরোধীদের অভিযোগের তীর মোদি সরকারের দিকে। যদিও কেন্দ্রীয় সরকার তাঁদের প্রতি ওঠা বিরোধীদের অভিযোগ অস্বীকার করেছে। কিন্তু একনাগাড়ে বিরোধীদের প্রতিবাদে বারংবার সংসদের কাজ ব্যাহত হচ্ছে। তাই এবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর তরফ থেকে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফোন করা হয়েছে বলে জানা গিয়েছে।

কার্যত বর্তমানে দিল্লি রয়েছেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খুব স্বাভাবিকভাবেই দিল্লিতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আরও সক্রিয় হয়ে উঠেছে দল। তৃণমূলের অরফ থেকে দাবী করা হচ্ছে, মঙ্গলবার সকালে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের তরফ থেকে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফোন করে দলের মনোভাব নরম করার আবেদন জানানো হয়। কিন্তু তৃণমূলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, পেগাসাস কাণ্ড নিয়ে প্রতিবাদ করতে তৃণমূল পিছু হটবে না। কার্যত সংসদে তাঁরা পেগাসাস নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা চাইছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যেভাবে এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোরসহ একাধিক নেতার ফোনে আড়িপাতা হয়েছে, তা তৃণমূল কোনোভাবেই মানবেনা বলেই জানা যাচ্ছে। অন্যদিকে তৃনমূলের পক্ষ থেকে বলা হচ্ছে, সংসদের অধিবেশন সুষ্ঠুভাবে চালাতে গেলে অবশ্যই পেগাসাস কাণ্ড নিয়ে সরকারের তরফ থেকে বিবৃতি জারি করতে হবে। এমনকি বিবৃতি প্রদানের সময় সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উপস্থিত থাকতে হবে। প্রসঙ্গত সংসদের বাদল অধিবেশন শুরুর আগেই বিজেপির রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী একটি টুইট করেন পেগাসাস কাণ্ড নিয়ে।

তাঁর বিবৃতি নিয়েই শুরু হয় ব্যাপক চাঞ্চল্য জাতীয় রাজনীতিতে। অন্যদিকে সংসদে তৃণমূল কংগ্রেস সাংসদ কেন্দ্রীয় মন্ত্রীর হাত থেকে বিবৃতি পত্র ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলে প্রতিবাদ জানায়। এর ফলে রাজ্যসভার সাংসদ শান্তনু সেনকে সাসপেন্ড করা হয়েছে এবারের অধিবেশন থেকে। স্বাভাবিকভাবেই তৃণমূলের এই প্রতিবাদ জাতীয় রাজনীতিতে অত্যন্ত উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে। অন্যদিকে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি অভিযান এই মুহূর্তে সবথেকে বেশী আলোচ্য বিষয়। এই পরিস্থিতিতে সংসদের অধিবেশন সুষ্ঠুভাবে চালাতে কেন্দ্রীয় সরকার বিরোধীদের দাবি মানবে কিনা তা নিয়ে বাড়ছে কৌতুহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!