এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সেরা বাঙালীর পর এবার সংবাদ জগতের সেরা সম্মান পেলেন অভীক সরকার

সেরা বাঙালীর পর এবার সংবাদ জগতের সেরা সম্মান পেলেন অভীক সরকার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আনন্দবাজার পত্রিকা গ্রুপ অফ পাবলিকেশন এর ভাইস চেয়ারম্যান তথা প্রাক্তন সম্পাদক অভীক সরকারের মুকুটে যোগ হল এবার নতুন একটি সুবর্ণ পালক। এতদিন পর্যন্ত তিনি সেরা বাঙালির সম্মান জিতে এসেছেন নিয়মিত। আর এবার দেশের অন্যতম শীর্ষস্থানীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন শ্রী অভীক সরকার। যা যেকোনো বাঙালির কাছে গর্বের সংবাদ বলেই মনে করা হচ্ছে। গত শনিবার পিটিআইয়ের বোর্ড অফ ডিরেক্টরস এর সভায় অভিক সরকারকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয় বলে জানা যায়।

এতদিন পর্যন্ত পিটিআই এর চেয়ারম্যান পদে ছিলেন পাঞ্জাব কেশরী গ্রুপের প্রধান সম্পাদক বিজয় কুমার চোপড়া। এবার সে জায়গায় এলেন আনন্দবাজার গোষ্ঠীর অভীক সরকার। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার অন্যান্য বোর্ড মেম্বাররা হলেন টাইমস অফ ইন্ডিয়ার বিনীত জৈন, দ্য হিন্দুর এন রবি, দা এক্সপ্রেস গ্রুপের বিবেক গোয়েঙ্কা, দৈনিক জাগরণের মহেন্দ্র মোহন গুপ্ত, ডেকান হেরাল্ডের কে এন শরৎ কুমার, মালায়লম মনোরমার রিয়াড ম্যাথু, মাতৃভূমির এমবি শ্রেয়ামসকুমার।

এখানেই শেষ নয়। আরো যেসব দিকপালেরা আছেন তাঁরা হলেন- দিনামালার আর লক্ষ্মীপি, বোম্বে সমাচারের হরমুসজি এন কমা, হিন্দুস্তান টাইমসের প্রবীণ সোমেশ্বর, বিচারপতি আর সি লাহোটি, দীপক নায়ার, শ্যাম স্যারন এবং জে এফ পচকানওয়ালা। আনন্দবাজার পত্রিকা বাংলা দৈনিক হিসেবে বহুল পরিচিত। দীর্ঘদিন ধরে আনন্দবাজার পত্রিকার সম্পাদক পদের দায়িত্ব সামলেছেন অভিক সরকার। তিনি আনন্দবাজারে থাকাকালীন আনন্দবাজারের একের পর এক উন্নতি হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আনন্দবাজার গ্রুপের আরেকটি ইংরেজি দৈনিক আসে, যার নাম দ্য টেলিগ্রাফ। এছাড়াও আনন্দবাজারের ছটি বিভিন্ন ভাষার টেলিভিশন চ্যানেল এইমুহুর্তে বর্তমান। অন্যদিকে আনন্দবাজার গ্রুপ নিউজ পোর্টালের হাত ধরে বর্তমানে ডিজিটাল মাধ্যমেও পা দিয়েছে। শুধু এই নয়, আমরা সবাই জানি পেঙ্গুইন বুকস এর নাম। এই পেঙ্গুইন বুকস এর ভারতীয় শাখা পেঙ্গুইন ইন্ডিয়া অভীক সরকারের হাত ধরেই ভারতের বুকে পা রেখেছে বলে জানা যায়। এছাড়াও তিনি বিজনেস স্ট্যান্ডার্ড এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক। অন্যদিকে স্টারের চ্যানেলগুলিকে এবিপি আওতায় আনার জন্য বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন অভিক সরকার বলে জানা যায়।

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে অভিক সরকার পা দেন ব্রিটেনে সাংবাদিকতা নিয়ে পড়াশোনার জন্য। সাংবাদিকতা করতে গিয়ে সানডে টাইমসের প্রবাদপ্রতিম সম্পাদক স্যর হ্যারল্ড ইভান্সের সান্নিধ্যে আসেন অভীক সরকার। অন্যদিকে সাংবাদিকতা জগতের দিকপাল বলে পরিচিত অন্যতম এডউইন টেলর, ইয়ান জ্যাকের মতন ব্যক্তিত্বদের কাছেও অভিক সরকার নিয়েছেন সাংবাদিকতার পাঠ। খুব স্বাভাবিকভাবে আনন্দবাজার গোষ্ঠীর কাছে অভিক সরকারের নতুন দায়িত্ব যথেষ্ট আনন্দের ব্যাপার। যে দক্ষতার সাথে অভীক সরকার নিজেকে উন্নীত করেছেন বিভিন্ন ধাপে, তাতে যে সুবর্ণ সম্মান তিনি পেলেন তা খুবই স্বাভাবিক বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!