এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > বাঁধভাঙ্গা গতিতে বাড়ছে পেট্রোল ও ডিজেলের দাম, পুজোর মুখেই পকেটে টান মধ্যবিত্তের

বাঁধভাঙ্গা গতিতে বাড়ছে পেট্রোল ও ডিজেলের দাম, পুজোর মুখেই পকেটে টান মধ্যবিত্তের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত দুমাসেরও বেশি সময় ধরে ঊর্ধ্বমুখী পেট্রোল ও ডিজেলের দাম। পেট্রোলের দাম অনেকদিন আগেই সেঞ্চুরি অতিক্রম করেছে। আর ডিজেলের দাম সেঞ্চুরির কাছাকাছি। তবু কিছুদিন ধরে পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত ছিল, যার ফলে কিছুটা স্বস্তি ছিল আমজনতার। কিন্তু পুজোর মুখে পরপর চারদিন দাম বাড়লো পেট্রোলের, সেইসঙ্গে দাম বাড়ল ডিজেলের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটার ১০৩ টাকা ৭ পয়সা, ডিজেলের দাম প্রতি লিটার ৯৩ টাকা ৮৭ পয়সা। চারদিন ধরে পেট্রোলের দাম বাড়তে শুরু করেছে। আজ পেট্রোলের দাম বেড়েছে ৩০ পয়সা। করোনা সংক্রমণ কালে যখন জীবিকায় টান পড়েছে বহু মানুষের, বহু মানুষ যখন কর্মচ্যুত, তখন ক্রমাগত জ্বালানির দাম বেড়ে যাওয়ায় মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের। একাধিক অর্থনীতিবীদ এর ফলে মুদ্রাস্ফীতির আশঙ্কা করছেন। এ প্রসঙ্গে জনৈক অর্থনীতিবিদ জানিয়েছেন, তেলের দাম যদি এভাবে বাড়ে, তবে মুদ্রাস্ফীতি বাড়বে। এদিকে, সম্প্রতি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেয়েছে। যার ফলে দেশে বাড়তে শুরু করেছে তেলের দাম।

এদিকে, রান্নার গ্যাসের দামও ক্রমাগত বাড়তে শুরু করেছে। পুজোর মুখে জ্বালানির দাম ব্যাপকহারে বৃদ্ধি পাওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাস থেকে শুরু করে কেরোসিন তেলের দামও ক্রমশ বাড়ছে। তাই সংসার চালাতে গিয়ে হাঁড়ির হাল অবস্থায় পৌঁছে যাচ্ছেন সাধারণ মানুষ। তেলের ব্যাপক মূল্যবৃদ্ধির ফলে কি ঘটতে পারে? এ প্রসঙ্গে অর্থনীতিবীদ সৈকত সিংহ রায় জানালেন যে, এর ফলে মূল্যবৃদ্ধি ঘটবে, মুদ্রাস্ফীতি দেখা দেবে। পরিবহন খরচ বাড়বে। ফলে বিনিয়োগ মার খাবে। আর মধ্যবিত্তদের চাপ বাড়বে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!