এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > হেভিওয়েট সাংসদকে নিয়ে বড় সিদ্ধান্ত তৃণমূলের, বাড়ছে গুঞ্জন!

হেভিওয়েট সাংসদকে নিয়ে বড় সিদ্ধান্ত তৃণমূলের, বাড়ছে গুঞ্জন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  ভাই শুভেন্দু অধিকারী, বাবা শিশির অধিকারী এবং আরেক ভাই সৌমেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করলেও, গেরুয়া শিবিরে নাম লেখাননি তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী। অধিকারী পরিবারের তিন বিজেপি সৈনিকের সঙ্গে সম্পর্কের খাতিরে এক ছাতার তলায় থাকতে দেখা যায় তাকে। কিন্তু তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসেবে তার পরিচয় হলেও তার পরিবারের তিন সদস্য বিজেপিতে যোগদানের পরই তৃণমূল সম্পর্কে একাধিক বিস্ফোরক মন্তব্য শোনা যায় দিব্যেন্দু অধিকারীর গলায়।

তবে গেরুয়া শিবিরের পতাকা হাতে নিতে দেখা যায়নি তাকে। সম্প্রতি তৃতীয় বারের জন্য আবার রাজ্যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে রাজ্যে বিরোধীদলের জায়গা দখল করেছে ভারতীয় জনতা পার্টি। আর এই পরিস্থিতিতে দলের বিভিন্ন নেতা এবং জনপ্রতিনিধিদের কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার রাস্তায় হেঁটেছে গেরুয়া শিবির শাসক। দলের পক্ষ থেকে হামলা হওয়ার আশঙ্কা থেকেই এই পদ্ধতি প্রয়োগ করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

আর তার মাঝেই জল্পনা বাড়িয়ে তৃণমূলের সাংসদ তথা অধিকারী পরিবারের সদস্য দিব্যেন্দু অধিকারীকেও সম্প্রতি কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী প্রদান করা হয়েছিল। আর কেন্দ্রের পক্ষ থেকে তৃণমূল সাংসদকে নিরাপত্তারক্ষী প্রদান করতেই রাজ্যের পক্ষ থেকে দেওয়া নিরাপত্তারক্ষী তুলে নেওয়া হল। যে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে।

বস্তুত, সম্প্রতি কেন্দ্রের পক্ষ থেকে নিরাপত্তারক্ষী প্রদান করা হয় তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীকে। এখনও পর্যন্ত তিনি গেরুয়া শিবিরে যোগ দেননি। তবে কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী তাকে প্রদান করার সাথে সাথেই জল্পনা বৃদ্ধি পায়। অনেকেই দাবি করতে শুরু করেন, দিব্যেন্দু অধিকারীর বিজেপিতে যোগ দেওয়া শুধু সময়ের অপেক্ষা।

আর এই পরিস্থিতিতে রাজ্যের পক্ষ থেকে দিব্যেন্দু অধিকারী যে নিরাপত্তারক্ষী পেয়েছিলেন, এদিন কেন্দ্রের নিরাপত্তা রক্ষী প্রদানের পর রাজ্য তাদের নিরাপত্তারক্ষী তুলে নিয়েছে বলে খবর। যার ফলে রাজ্য প্রশাসনের এই পদক্ষেপের পর তৃণমূল সাংসদকে নিয়ে দলগতভাবেও শাসক দল বড় কোনো পদক্ষেপ নিতে পারে বলে মনে করছেন একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে বলছেন, খাতায়-কলমে গেরুয়া শিবিরে যোগ না দিলেও, শুভেন্দু অধিকারী, শিশির অধিকারী এবং সৌমেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান করার পর থেকেই বেসুরো হতে শুরু করেছিলেন দিব্যেন্দু অধিকারী। এমনকি নির্বাচনে শুভেন্দু অধিকারী জয়লাভ করবেন বলেও দাবি করতে দেখা গিয়েছিল তাকে। স্বাভাবিক ভাবেই তৃণমূলে থাকা সত্ত্বেও বিজেপি নেতার পক্ষ অবলম্বন করে তার এই মন্তব্য যথেষ্ট অস্বস্তিতে ফেলে দেয় ঘাসফুল শিবিরকে।

তৃণমূলের একাংশ কার্যত নিশ্চিত হয়ে যায়, দিব্যেন্দু অধিকারীর গেরুয়া শিবিরে যোগ দেওয়া শুধু সময়ের অপেক্ষা। কিন্তু ভোটের ফলাফলে বিজেপি যে জয়লাভের আশা করেছিল, তা সম্পূর্ণরূপে ভেস্তে গিয়েছে। আর এরপরই সেই তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীকে কেন্দ্রের পক্ষ থেকে নিরাপত্তারক্ষী প্রদান করা হয়েছে। স্বাভাবিক ভাবেই এই পরিস্থিতিতে সেই তৃণমূল সাংসদকে দেওয়া রাজ্য প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তারক্ষী তুলে নেওয়ার ঘটনা ব্যাপক গুঞ্জন তৈরি করল।

তাহলে কি এবার তৃণমূলের পক্ষ থেকে দলগতভাবেও দিব্যেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে? কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী প্রদানের পর রাজ্যের নিরাপত্তারক্ষী তুলে নেওয়ার ঘটনায় দিব্যেন্দু অধিকারীকে নিয়ে শাসকদলের কি পদক্ষেপ হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!