এখন পড়ছেন
হোম > রাজ্য > দুর্গাপুরে সমবায় সমিতির নির্বাচনে একটি আসনও পেলো না তৃণমূল সংগঠন

দুর্গাপুরে সমবায় সমিতির নির্বাচনে একটি আসনও পেলো না তৃণমূল সংগঠন

যখন উপনির্বাচনে তৃণমূলের জয়জয়াকার ঠিক তখনি রাজ্যে উল্টো ছবি দেখা গেলো। এদিন দুর্গাপুরে রাষ্ট্রায়ত্ত ASP কারখানার সমবায় সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। আর সেখানে একটি আসন ও এলো না শাসকদল সংগঠনINTTUC।জানা গেছে মোট ৯ টি আসন ছিল এখানে আর তার মধ্যে ৬ টি জিতেছে INTUC আর ৩ টি জিতেছে CITU।এই নিয়েASP কারখানার INTTUC নেতা অশোক কুণ্ডু বলেছেন যে “এই নির্বাচনে গট আপ হয়েছে। INTUC ও CITU নিজেদের মধ্যে ভোট ভাগ করে নিয়েছে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!