গেরুয়া শিবিরের বঙ্গ-বিজয়ের স্বপ্নে আশীর্বাদ হতে চলেছে লালকৃষ্ণ আডবাণীর ছোঁয়া? জাতীয় রাজ্য July 29, 2018 তৃণমূল কংগ্রেস দলের ব্রিগেড সমাবেশ ঘোষণার পরে অয়াল্টা ব্রিগেডের ডাক দিলো গেরুয়া শিবির। আগামী বছর ১৯ শে জানুয়ারী তৃণমূল কংগ্রেস দলের ব্রিগেড সমাবেশের সাথে টক্কর দিয়ে ২৩ শে জানুয়ারী ব্রিগেড সমাবেশের আহ্বান করলো বিজেপি। প্রসঙ্গত এই ব্রিগেড সমাবেশের আগে বিজেপি দলের বেশ কিছু রাজনৈতিক কর্মসূচী রয়েছে। দলের পরিকল্পনা অনুসারে ২৩ শে জানুয়ারী ব্রিগেড সমাবেশের আগে রাজ্যের মোট তিনটি জায়গা থেকে ৪৫ দিন ধরে রথযাত্রা করবে বলে স্থির করেছে নেতৃত্ব। সেই লক্ষ্য পূরণের জন্যে প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানির সেই রথ আনার উদ্যোগ নিয়েছে বঙ্গ বিজেপি। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে ——————————————————————————————- এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে। উল্লেখ্য ,১৯৯০ সালে অযোধ্যায় রামমন্দির প্রতিষ্ঠার লক্ষ্যে গুজরাতের সোমনাথ মন্দির থেকে একটি ঐতিহাসিক রথযাত্রার সূচনা হয়েছিল। বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানির পৌরহিত্যে সেই রথযাত্রা পরিচালিত হয়েছিলো। সেই রথযাত্রা বিজেপির তৎকালীন ভোটব্যাঙ্কে ইতিবাচক প্রভাব ফেলেছিলো। দলের অতীত ইতিহাস এবং কর্মসূচীর কথা স্মরণ করেই আসন্ন লোকসভা নির্বাচনে দলের সাফল্য বজায় রাখতে তাই লালকৃষ্ণ আদবানির রথকে বিশেষ গুরুত্ব দিচ্ছে গেরুয়া শিবির। বিজেপি দলের রাজ্য নেতৃত্বের সূত্রে জানা গিয়েছে , কেন্দ্রীয় নেতৃত্বের থেকে রথ যাত্রা প্রসঙ্গে চুড়ান্ত অনুমোদন পাওয়া গেছে। জানা যাচ্ছে ১৯৯০ সালে লালকৃষ্ণ আদবানির কনভয়ের সঙ্গে য়ে রথ ছিল, সেগুলি এখন দিল্লি ও ছত্তিশগড়ে রয়েছে। সেগুলিকেই অল্প দিনেই রাজ্যে আনা হচ্ছে। দলের পরিকল্পনা অনুসারে কোচবিহার, গঙ্গাসাগর ও তারাপীঠ রাজ্যের এই তিনিটি জায়গা থেকে রথ বের হবে। জানা যাচ্ছে প্রস্তাবিত তিন জায়গা থেকে একই সাত্থে রথ যাত্রা শুরু হবে। তিনিটি রথের মধ্যে একটি রথ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে নামাঙ্কিত হবে। বাকি দুটি রাজ্যের অন্য দুই মনীষীর নামে হবে। রথে থাকবে আধুনিক সমস্ত ব্যবস্থা। রথে থাকবে বিছানা, পানীয় জল রান্নাঘর ও ওয়াইফাই ব্যবস্থা সব পরিষেবা যুক্ত হবে। গেরুয়া শিবিরের এই রথ যাত্রা তৃণমূল কংগ্রেস পণ্ড করতে পারে আশঙ্কা করে রথযাত্রার রুট নিয়ে রাজ্য বিজেপি বিশেষ পরিকল্পনা করছে । আপনার মতামত জানান -