মন্ত্রী সুব্রত মুখার্জিকে ঘিরে বিক্ষোভ রায় দীঘিতে রাজ্য February 4, 2018 মন্ত্রী সুব্রত মুখার্জিকে ঘিরে বিক্ষোভ দেখানো হলো রায় দীঘিতে।এদিন পঞ্চায়েত্ দফতরের মন্ত্রী সুব্রতবাবু পাথর প্রতিমায় এক অনুষ্ঠানে যাচ্ছিলেন সেই সময়েই নন্দকুমার পঞ্চায়েতের লোকজন তাকে ঘিরে ধরেন ও বিক্ষোভ দেখতে শুরু করেন। বিক্ষোভ কারীদের অভিযোগ হলো ২০১৪ তে যে জল প্রকল্প উদ্ধোধন হয়েছে তা এখনো চালু হয় নি। আর কবে যে তও জানা যাচ্ছে না। ফলে অসুবিধায় পড়েছেন এলাকাবাসী। আর তাই এই বিক্ষোভ প্রদর্শন। প্রসঙ্গত এই কেন্দ্রটি বিধায়ক দেবশ্রী রায়ের।তবে এলাকাবাসীকে আশ্বস্ত করে সুব্রতবাবু প্রতিশ্রুতি দেন যে ৭ দিনের মধ্যেই এই প্রকল্প চালু করা হবে। আপনার মতামত জানান -