ট্রলিতে করে ১ কোটি আদালতে জমা রেখে জামিন, তারপরেই ‘অজ্ঞাতবাসে’ তাপস পাল রাজ্য February 4, 2018 প্রায় দেড় বছরের কাছাকাছি জেলে থাকার পর মুক্তি পেলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ তাপস পাল। এদিন রোজভ্যালি মামলায় অসুস্থতার কারণে এক কোটি টাকার ব্যক্তিগত বন্ডে তাপসের জামিন মঞ্জুর করেছিল ওডিশা হাইকোর্ট । এবং সেই মতো প্রায় ঘন্টা পাঁচেকের চেষ্টায় তাপসবাবুর স্ত্রী নন্দিনী ও পরিবারের কয়েকজন একটি ট্রলি ব্যাগে করে ১ কোটি টাকা ও তাপসবাবুর পাসপোর্ট আদালতে জমা দেন। এরপরেই তাপসবাবুর রিলিজ অর্ডার জেলে পৌঁছয়,সেখান থেকে ভর্তি থাকা ভুবনেশ্বরের বেসরকারি হাসপাতালে।আর তারপরেই একটি অ্যাম্বুল্যান্সে করে তাঁর স্ত্রী নন্দিনী হাসপাতাল চত্বর ছাড়েন। হাসপাতাল থেকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে,তাঁর স্ত্রী জানাতে চাননি। আপনার মতামত জানান -