এখন পড়ছেন
হোম > রাজ্য > মন্ত্রীকে দেখে ঝাঁটা হাতে মারমুখী তৃণমূলেরই প্রমীলা বাহিনী

মন্ত্রীকে দেখে ঝাঁটা হাতে মারমুখী তৃণমূলেরই প্রমীলা বাহিনী

ফের উত্তপ্ত বর্ধমানের মঙ্গলকোট কারণ শাসকদলের গোষ্ঠীসংঘর্ষ। কলকাতার একটি ওয়েব পোর্টালের খবর অনুযায়ী তার আঁচ থেকে ছাড় পেলেন না স্বয়ং মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। এদিন সকালে তিনি এলাকায় পৌঁছলে ঝাঁটা হাতে মারমুখী হন স্থানীয় তৃণমূলেরই প্রমীলা বাহিনী।তাঁরা দাবি তোলেন যে এলাকায় যে অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে তার পিছনে দায়ি মন্ত্রী ও তাঁর সমর্থকরা।ঘন্টা খানেক এই বিক্ষোভ দেখানো হয় তার পর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি আয়ত্তে আসে বলে জানা গেছে। অভিযোগ যে মঙ্গলকোটের বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী ও ব্লক সভাপতি অপূর্ব চৌধুরীর মধ্যে দ্বন্দ্ব চলছে আর তার জেরেই মার্ পাল্টা মার্ ,বোমাবাজি এই সব নিয়ে কয়েকদিন ধরে উতপ্ত ছিল মঙ্গলকোট। আর এই বোমাবাজি ও গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে ওঠে মঙ্গলকোটে এবং আহতও হন বেশ কয়েকজন। এদিন সেই পরিস্থিতি দেখতেই গ্রামে এসেছিলেন সিদ্দিকুল্লাবাবু।আর জানা গেছে সেখানেই ঝাঁটা হাতে মারমুখী তৃণমূলেরই প্রমীলা বাহিনীর বিক্ষোভে পিছু হাটতে বাধ্য হন তিনি।যদিও এই খবরের সত্যতা বা সূত্র সম্পর্কে ওই ওয়েব পোর্টালে কিছু লেখা নেই, প্রিয়বন্ধু বাংলার তরফেও এই খবরের সত্যতা যাচাই করে দেখা সম্ভব হয় নি। এই প্রবন্ধ সম্পূর্ণরূপে ওই পোর্টালে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে করা, কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!