এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আমপানে কেন্দ্রের কাছ থেকে ৮০ হাজার কোটি টাকার ক্ষতিপূরণের হিসেব পেশ করতে চলেছে রাজ্য সরকার

আমপানে কেন্দ্রের কাছ থেকে ৮০ হাজার কোটি টাকার ক্ষতিপূরণের হিসেব পেশ করতে চলেছে রাজ্য সরকার


করোনা ভাইরাসের মধ্যেই সম্প্রতি রাজ্যের উপর দিয়ে বয়ে গিয়েছে ভয়াবহ সাইক্লোন আমপানের দাপট। যার ফলে বিধ্বস্ত হয়েছে কলকাতা, দুই 24 পরগনা, মেদিনীপুর সহ বিস্তীর্ণ এলাকা। ইতিমধ্যেই অনেক নদী বাঁধ ভেঙে গিয়েছে। আর এই ভয়াবহ দুর্যোগের পরই কেন্দ্রের কাছে অর্থনৈতিক দাবিদাওয়া শুরু করেছে রাজ্য। পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করতে রাজ্যে এসে হেলিকপ্টারে করে দুর্গত এলাকা চাক্ষুষ করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী‌।

রাজ্যকে আর্থিক সাহায্য করার কথা ঘোষণা করেছেন তিনি তবে প্রধানমন্ত্রী রাজ্যে আসার সময় জানিয়ে দিয়েছিলেন রাজ্যের কত ক্ষতি হয়েছে তা সরেজমিনে পরিদর্শন করার জন্য কেন্দ্রীয় প্রতিনিধি দল আসবে আর সেই মতো রাজ্যে এসে গিয়েছে কেন্দ্রীয় প্রতিনিধি দল যারা ইতিমধ্যেই দুর্গত এলাকা পরিদর্শন করেছেন বলে খবর। তবে এই কেন্দ্রীয় প্রতিনিধি দলের হাতে এবার রাজ্যের ভয়াবহ সাইক্লোনের দাপটের ক্ষয়ক্ষতির হিসাব তুলে দিতে চাইছে রাজ্য সরকার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, শনিবার দুপুরে কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্য সরকারের সদর দপ্তর নবান্নে আসছে। আর সেখানেই ভয়াবহ সাইক্লোনে রাজ্যের 80 হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে একটি খতিয়ান তুলে দেবেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা। রাজ্য সরকারের বক্তব্য, প্রায় 21 লক্ষ বাড়ি এই ভয়াবহ ঝড়ের দাপটে নষ্ট হয়ে গিয়েছে। 3 হাজার কোটি টাকা খরচ হচ্ছে শুধুমাত্র বিদ্যুতের মেরামতি করতে।

তাই এই পরিস্থিতিতে 80 হাজার কোটি টাকা আর্থিক ক্ষতি পূরণের তথ্য কেন্দ্রের প্রতিনিধি দলের হাতে দিয়ে কেন্দ্রের কাছ থেকে সেই অর্থ পেতে চাইছে রাজ্য সরকার। ইতিমধ্যেই শুক্রবার কেন্দ্রীয় প্রতিনিধি দলেরা দুটি ভাগে বিভক্ত হয়ে বিভিন্ন দুর্গত এলাকা পরিদর্শন করেছেন। কথা বলেছেন এলাকাবাসীর সঙ্গে। নদী বাধের ভয়াবহ চিত্র দেখে রীতিমতো হতবাক হয়ে গিয়েছেন তারা।

আর এই পরিস্থিতিতে শনিবার সেই কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা রাজ্য সরকারের সদরদপ্তর নবান্নে আসছেন। আর তখনই মূল কাজ সেরে নিতে চাইছে রাজ্য সরকার। এক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে ভয়াবহ দুর্যোগের ক্ষতির পরিমাণ হিসেবে 80 হাজার কোটি টাকার যে তথ্য কেন্দ্রীয় প্রতিনিধি দলের কাছে পেশ করা হবে, তার পরিপ্রেক্ষিতে কেন্দ্র রাজ্যকে এই অর্থ দিতে কতটা উদ্যোগী হয়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!