এখন পড়ছেন
হোম > জাতীয় > কেন্দ্রের বিদ্যুৎ বিল নিয়ে মমতার কটাক্ষের জবাব দিলেন শুভেন্দু, জেনে নিন বিস্তারিত!

কেন্দ্রের বিদ্যুৎ বিল নিয়ে মমতার কটাক্ষের জবাব দিলেন শুভেন্দু, জেনে নিন বিস্তারিত!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কেন্দ্রের নানা বিষয়ে রাজ্যের পক্ষ থেকে বিরোধিতা করার সাথে সাথেই রাজ্যের বিরোধী দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়া দেওয়া হয়। আর এবার কেন্দ্রের পক্ষ থেকে বিদ্যুৎ সংশোধনী বিল নিয়ে আসার উদ্যোগ নেওয়ার সাথে সাথেই তাকে কটাক্ষ করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা বিষয় নিয়ে প্রধানমন্ত্রীকে একটি চিঠিও দিয়েছিলেন তিনি। আর মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্যাপারে বিরোধিতা করতে না করতেই পাল্টা একটি টুইট করতে দেখা গেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। যেখানে গোটা বিষয়ে ট্যুইট করে তৃণমূল সরকারের অভ্যন্তরীণ কৌশল সামনে আনার চেষ্টা করলেন তিনি। আর শুভেন্দু অধিকারীর এই টুইটকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যজুড়ে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্রের পক্ষ থেকে যে বিদ্যুৎ বিল আনা হচ্ছে, তা নিয়ে নিজেদের বিরোধিতার কথা জানিয়ে দেয় পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। আর এবার গোটা বিষয়ে একটি টুইট করে পাল্টা সেই বাংলার শাসক দলকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি একটি টুইট করে লেখেন, “বিদ্যুৎ সংশোধনী বিল নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরোধিতা আসলে কুমিরের কান্না‌। কলকাতার একটি বেসরকারি সংস্থা, যারা সবথেকে বেশি বিদ্যুতের বিল নেয়, তাদের রক্ষা করার কৌশল।”

একাংশ বলছেন, শুভেন্দু অধিকারী এই কথা বলে বোঝানোর চেষ্টা করলেন, কেন্দ্রের পক্ষ থেকে বিল আনা হলে রাজ্যের বিদ্যুৎ সংস্থা অত্যন্ত ক্ষতির মুখে পড়তে পারে। তাই সেই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারের এই আপত্তি বলে সোচ্চার হলেন রাজ্যের বিরোধী দলনেতা। যা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বলা বাহুল্য, বেশ কিছু ক্ষেত্রে রাজ্যের বিদ্যুৎ সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি হতে দেখা যায়। মাঝেমধ্যেই বেশি বিল চলে আসায় গোটা বিষয় নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে রাজ্যের বিরোধী দল।

আর এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী পক্ষ থেকে সংসদের অধিবেশনে বিদ্যুৎ বিল কেন্দ্রের পক্ষ থেকে আনার উদ্যোগ নেওয়া হলেও তার কড়া বিরোধিতা করা হয়েছে। আর তারপরেই গোটা বিষয়ে টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সরকারের কেন্দ্রের পক্ষ থেকে আনা বিদ্যুৎ বিলের বিরোধিতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিলেন শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে শুভেন্দু অধিকারীর এই বক্তব্যকে খন্ডন করতে এবার রাজ্যের পক্ষ থেকে পাল্টা কোনো প্রতিক্রিয়া আসে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!