এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপির প্রাক্তন সাংসদের বিরুদ্ধে ধর্ষণ মামলায় নয়া মোর! আদালতে যেতেই ঘুরে গেল ১৮০ ডিগ্রি!

বিজেপির প্রাক্তন সাংসদের বিরুদ্ধে ধর্ষণ মামলায় নয়া মোর! আদালতে যেতেই ঘুরে গেল ১৮০ ডিগ্রি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আবারও একটি বিতর্কিত ঘটনা ঘটে গেল উত্তর প্রদেশের লখনৌতে। সম্প্রতি উত্তরপ্রদেশের হাথরাস ধর্ষণকাণ্ড নিয়ে দেশজুড়ে উঠেছে সমালোচনার ঝড়। তীব্র নিন্দা শোনা যাচ্ছে চারিদিকে। এবং হাথরাস ধর্ষণ কাণ্ডের সঙ্গে অবধারিতভাবে যুক্ত হয়ে গেছে উত্তরপ্রদেশ সরকারের নাম। যথারীতি এই ধর্ষণকাণ্ডে অভিযুক্তদের পাশাপাশি বিজেপি সরকারও নিন্দিত হচ্ছে চারিদিকে। কিন্তু এবার বিজেপি প্রাক্তন সাংসদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেও কোর্টে উঠে বয়ান বদলে দিল ধর্ষিতা।

ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে বলে জানা যাচ্ছে। বেশ কিছুকাল আগে বিজেপির প্রাক্তন সাংসদ চিন্ময়ানন্দের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন 23 বছর বয়সী এক মেডিক্যাল ছাত্রী। সেই মামলার শুনানিতে হঠাৎই নিজের বয়ান বদল করলেন ধর্ষিতা বলে চিহ্নিত ওই ছাত্রী। যদিও গত ফেব্রুয়ারি মাসেই বিজেপি সাংসদ চিন্ময়ানন্দ জামিন পেয়ে গিয়েছেন এই মামলায়। সেই মামলার রেশ ধরেই এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে লখনৌ এর বিশেষ আদালতে শুনানির ব্যবস্থা করা হয়েছিল। সেখানে নিজের আনা অভিযোগ মানতে চাইলেন না ধর্ষিতা বলে চিহ্নিত ওই ছাত্রী।

অন্যদিকে এই ঘটনার ভিত্তিতে ইতিমধ্যেই চিন্ময়ানন্দের আইনজীবী জানিয়েছেন, তিনি মিথ্যা মামলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে চলেছেন উক্ত ছাত্রীর বিরুদ্ধে। ইতিমধ্যেই এই আবেদনের ভিত্তিতে ছাত্রীর কাছে কোর্টের তরফ থেকে জবাবদিহি চাওয়া হয়েছে বলে জানা গেছে। বুধবার এই মামলার শুনানি হওয়ার কথা। প্রসঙ্গত, উত্তরপ্রদেশের শাহজাহানপুরে চিন্নন্দের তৈরি একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ওই ছাত্রী পড়তেন। সেখানেই ওই ছাত্রী অভিযোগ তোলে, দীর্ঘ এক বছর ধরে তাঁকে ক্রমাগত যৌন হেনস্থা এবং ধর্ষণ করেন চিন্ময়ানন্দ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গত বছর 5 সেপ্টেম্বর চিন্ময়ানন্দের বিরুদ্ধে এফআইআর করেন ওই ছাত্রী। তার এক সপ্তাহ আগে উক্ত ছাত্রীর বাড়ি থেকে অভিযোগ করা হয় নিখোঁজ হয়েছেন ওই ছাত্রী। যথারীতি পুলিশ সেইসময় চাত্রীর অভিযোগের ভিত্তিতে চিন্ময়ানন্দকে গ্রেপ্তার করে। কিন্তু বিজেপি সাংসদ চিন্ময়ানন্দের তরফ থেকেও অভিযোগ করা হয়, তাঁর কাছ থেকে ওই ছাত্রী পাঁচ কোটি টাকার দাবি করেছে। ঘটনার তদন্তে একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করা হয়। গত 6 নভেম্বর ধর্ষণের মামলা ও ছাত্রীর তরফে টাকা আদায়ের চেষ্টা- এই দুই অভিযোগে মামলার চার্জশিট পেশ করে সিট।

ডিসেম্বর মাসে ওই ছাত্রীকে জামিন দেয় এলাহাবাদ হাইকোর্ট। তারপরে এ বছর ফেব্রুয়ারি মাসে বিজেপি নেতা চিন্ময়ানন্দের জামিনের আবেদন মঞ্জুর করা হয়। যদিও এলাহাবাদ হাইকোর্টের এই সিদ্ধান্তে সুপ্রিম কোর্টে আবেদন করা হলে সুপ্রিম কোর্ট এলাহাবাদ হাইকোর্টের সিদ্ধান্তের নাক গলাবে না বলে জানিয়ে দেয়। অন্যদিকে এলাহাবাদ হাইকোর্টে ওই মেডিকেল ছাত্রীর বয়ান বদল নিয়ে ইতিমধ্যেই বিরোধীরা বলতে শুরু করেছেন- চাপের মুখে পড়ে ছাত্রী বয়ান বদল করেছেন।

অন্যদিকে ছাত্রীর বয়ান বদলানোয় খুব স্বাভাবিক ভাবেই বিজেপির ওপর থেকে চাপ কমলো বলে মনে করা হচ্ছে। এমনিতেই উত্তরপ্রদেশ সরকার অর্থাৎ বিজেপি সরকার হাথরাস নিয়ে রীতিমতো কোণঠাসা অবস্হায় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সে জায়গায় দাঁড়িয়ে এবার ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি মেলায় স্বস্তির নিঃশ্বাস গেরুয়া শিবিরে। আপাতত ছাত্রীর বয়ান বদলের পর নতুন কোনো পরিবর্তন এই মামলায় আসে কিনা, তার দিকে নজর থাকবে ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!