এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এবার নিজের জেলাকে ১ নম্বর করতে উঠেপড়ে লাগলেন শুভেন্দু অধিকারী! পুরোটা জানলে চমকে যাবেন আপনিও

এবার নিজের জেলাকে ১ নম্বর করতে উঠেপড়ে লাগলেন শুভেন্দু অধিকারী! পুরোটা জানলে চমকে যাবেন আপনিও


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনার ভ্রুকুটির মধ্যে দিয়েই শোনা যাচ্ছে পুজোর বাজনা। রাজ্যে করোনা সংক্রমনের গ্রাফ ঊর্ধ্বমুখী হলেও, দুর্গোৎসব নিয়ে বাঙালির আনন্দেরও কোন কমতি নেই। কিন্তু করোনা সংক্রমণ কালে উৎসবের কারণে ব্যাপক জমায়েত করলে, তা থেকে করোনা সংক্রমণ বহুলভাবে বৃদ্ধি পেতে পারে। তাই এ ব্যাপারে জেলার মানুষকে বিশেষ বার্তা দিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল জেলা পুলিশের এক অনুষ্ঠানে তিনি জানালেন যে, পূর্ব মেদিনীপুর শিক্ষায় যদি রাজ্যে প্রথম হতে পারে, তবে দুর্গাপুজোর স্বাস্থ্যবিধি মেনে চলবার বিষয়ে কেন প্রথম হতে পারবে না?

প্রসঙ্গত গতকাল মঙ্গলবার হলদিয়ার সুতাহাটায় পূর্ব মেদিনীপুর জেলা পুলিসের পক্ষ থেকে আসন্ন পুজোর গাইডম্যাপ এর উদ্বোধন করা হলো। এই উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহণ ও সেচমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের সংসদ সদস্য দিব্যেন্দু অধিকারি, পূর্ব মেদিনীপুর জেলা শাসক পার্থ ঘোষ, পুলিস সুপার সুনীলকুমার যাদব প্রমুখ বিশিষ্টবর্গ।

গতকালের এই অনুষ্ঠান মঞ্চ থেকে মন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন যে, পূর্ব মেদিনীপুর জেলার ছোট ছোট ছেলেমেয়েরা যদি প্রতি বছর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়ে জেলার সম্মান বাড়াতে পারে, তবে পুজো কমিটি প্রাপ্তবয়স্ক মানুষেরা কেন করোনা সংক্রান্ত বিধি মেনে চলতে পারবেন না? করোনা সংক্রান্ত বিষয়ে যে সমস্ত নিয়ম বিধি রাজ্য সরকার তৈরি করেছে, সেগুলি সমস্ত পুজো কমিটিকে যথাযথ ভাবে মেনে চলবার নির্দেশ দিলেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

করোনা সংক্রমণের আরম্ভ কাল থেকেই পূর্ব মেদিনীপুর জেলায় করোনার সংক্রমণ শুরু হয়েছে। এখনো এই জেলায় করোনা আক্রান্ত যথেষ্ট বেশি। কিন্তু করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর হার অনেক কম। যা ১ শতাংশেরও কম। আর করোনা থেকে সুস্থতার হার এই জেলায় রাজ্যের অন্যান্য জেলায় চেয়ে বেশি। এমনটাই বলে মন্ত্রী আস্বস্ত করলেন জেলাবাসীকে। গতকাল তিনি জেলা পুলিসের পুজোর গাইডম্যাপের উদ্বোধন ছাড়াও ৫০ হাজার টাকার চেক তুলে দিলেন কিছু পুজোকমিটির হাতে প্রতীকীভাবে। গতকাল পুলিস সুপার সুনীলকুমার যাদব জানালেন যে, এবারে পূর্ব মেদিনীপুর জেলায় মোট ১০৫৩ টি পুজো অনুষ্ঠিত হতে চলেছে। আবার পুজোর বিসর্জনের জন্য জেলার মোট ১১৭ টি ঘাটকে চিহ্নিত করা হয়েছে এবারে।

প্রসঙ্গত, পুজোর সময়ে করোনা বিধি তথা স্বাস্থ্যবিধি মেনে চলতে মুখ্যমন্ত্রী বারবার নির্দেশ দিয়েছেন রাজ্যবাসীকে। পুজোর আনন্দ যেন কোনোভাবেই আগামী দিনের দুঃখের কারণ না হয়ে ওঠে সে সম্পর্কে মুখ্যমন্ত্রী বারবার সচেতন করেছেন। এবার, অনুরূপ কথাই শোনা গেল মন্ত্রী শুভেন্দু অধিকারীর কণ্ঠে। করোনা বিধি সুচারুভাবে মেনে চলার পরামর্শ জেলাবাসীকে দিয়ে, জেলাবাসীকে এ বিষয়ে নজির গড়ার পরামর্শ দিলেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!