স্কুলে দমন-পীড়ন রোধে কঠোরতর ব্যবস্থা আনতে চলেছে রাজ্য বিশেষ খবর রাজ্য November 19, 2017 স্কুলে পড়ুয়াদের দমন-পীড়নের হাত থেকে রক্ষা করতে উদ্যোগী রাজ্যসরকার। এব্যাপারে স্কুলগুলোকে যথাযথ ব্যবস্থা নিতে বললেন রাজ্যের স্কুলশিক্ষা সচিব দুষ্মন্ত নারিয়ালা। শনিবার কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) আয়োজিত অনুষ্ঠানে দুষ্মন্ত বাবু জানান স্কুলে ছাত্রছাত্রীদের নিরাপত্তার বিষয়টি রাজ্য সরকার গুরুত্ব দিচ্ছে । অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন স্কুল কর্তৃপক্ষকে তিনি জানান, পড়ুয়াদের পীড়নের ঘটনা স্কুলে ঘটলে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন তা আমাদের জানান । তার ভিত্তিতে আমরা পরবর্তী পদক্ষেপ স্থির করব। স্কুলশিক্ষা দফতর স্কুল ক্যাম্পাসকে শিশুদের জন্য পুরোপুরি নিরাপদ করে তুলতে নির্দেশিকা জারি করেছে। স্কুলে পানীয় জল, মিড ডে মিল থেকে শুরু করে ছোটোদের মানসিক স্বাস্থ্য সুরক্ষিত করার উপরও জোর দেওয়া হয়েছে নির্দেশিকাতে। প্রাথমিক ও মাধ্যমিক স্তরে তার জন্য পৃথক কমিটিও গড়া হয়েছে। সচিব বলেন, ওই কমিটি পড়ুয়াদের বুলিং এর বিষয়টিও দেখুক। পড়ুয়া নিরাপত্তা খাতে ৭০ কোটি টাকা ব্যায়ের সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকা বিভিন্ন স্কুলের শিক্ষকদের বক্তব্য মোটামুটি এই রকম, স্কুলে উত্যক্ত করার ঘটনা ঘটে। সে ক্ষেত্রে যে সব পড়ুয়া অন্যদের উত্যক্ত করে তাদের কাউন্সেলিং করার ব্যবস্থা করা হয়। অনেক সময় এমন ঘটনা ঘটলে আমরা শিক্ষিকারাই সংশ্লিষ্ট পড়ুয়াকে বোঝাই। ঐ ক্ষেত্রে অভিভাবকদের সচেতন হওয়াও জরুরি। বিভিন্ন স্কুলের সঙ্গে আলোচনা করে সিআইআই এর পক্ষ থেকে বিষয়টি নিয়ে রূপরেখা করে রাজ্য সরকারের কাছে জমা দেওয়া হবে । আপনার মতামত জানান -