সরকারি ঠিকাদারের কাজে অসন্তুষ্ট হয়ে পুলিশকে তীর মারল উত্তেজিত জনতা বিশেষ খবর রাজ্য November 19, 2017 সরকারি ঠিকাদারের কাজে বেনিয়মের অভিযোগে তুলকালাম উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়া এলাকা। সকাল থেকেই অবরোধ ও উত্তেজনা চরমে। উত্তেজিত জনতাকে থামাতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী পৌঁছায়। কিন্তু তাতে উত্তেজনা আরো বাড়তে থাকে। শেষে পুলিশ-জনতায় খণ্ডযুদ্ধ বেঁধে যায়। উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে তীর ছোঁড়ে। জনতার ছোঁড়া তীরে জখম বেশ কয়েকজন পুলিশকর্মী। *ছবিটি প্রতীকী আপনার মতামত জানান -