এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দল থেকে পাপ যত তাড়াতাড়ি বিদায় হয়,ততই ভালো- রাজীবের প্রত্যাবর্তনে হাঁফ ছাড়লেন এই বিজেপি নেতা

দল থেকে পাপ যত তাড়াতাড়ি বিদায় হয়,ততই ভালো- রাজীবের প্রত্যাবর্তনে হাঁফ ছাড়লেন এই বিজেপি নেতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে দলের প্রতি হঠাৎ বেসুরো হয়ে বিজেপিতে যোগদান করেন রাজীব বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের পূর্বে তৃণমূলের বিরুদ্ধে একের পর এক বোমা ফাটান তিনি। কিন্তু নির্বাচনের পরেই হঠাৎ ভোলবদল। দলের গুরুত্বপূর্ণ বৈঠকে অনুপস্থিতি, সোশ্যাল মিডিয়ায় দলের সমালোচনা, সেইসঙ্গে তৃণমূল নেতাদের সঙ্গে চলে গোপন বৈঠক। শেষে গতকাল তৃণমূলে প্রত্যাবর্তন করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তাঁর তৃণমূলে প্রত্যাবর্তনের পর বিজেপি নেতা অনুপম হাজরা জানালেন, দল থেকে পাপ যত তাড়াতাড়ি বিদায় হয় ততই ভালো।

বিজেপির অন্যতম সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা জানালেন যে, অনেকদিন ধরে চেষ্টা করেও দলে এন্ট্রি নিতে পারছিলেন না তিনি। পশ্চিমবঙ্গে হচ্ছিল না বলে, ত্রিপুরাতে তাঁকে যেতে হয়েছে। এটা তো জানাই ছিল। এ সমস্ত নতুন কিছুই নয়। বিধানসভা থেকে বেরোনোর সময় কান্নাকাটি করেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। সে সময় রীতিমতো জামাই আদর করে তাঁকে দলে রাখা হয়েছিল। রাজীব বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে জানান, তাঁকে এতদিন ধরে বিজেপিতে আদর যত্ন করে রাখার জন্য খারাপ লাগছে। দলের নিচুতলার কর্মীরা বিরক্ত হয়ে পড়েছিলেন তাকে নিয়ে। তাই দল থেকে পাপ যত তাড়াতাড়ি বিদায় হয়, ততই ভালো।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে রাজীব বন্দ্যোপাধ্যায়ের দলত্যাগ প্রসঙ্গে বিজেপি নেতা সজল ঘোষ জানিয়েছেন যে, রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা গেলে দলের কর্মীদের মনে একটু ব্যথা হয়। তাঁকে এত দেওয়া হয়েছে, এত জিন্দাবাদ ধণী দেওয়া হয়েছে, তারপরও তিনি চলে গেলেন। যদি ভালো সময় থাকতো, তবে ক্যাবিনেট মিনিস্টার হতেন। আর সময় খারাপ তাই চলে গেলেন। নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কতকিছুই রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। কিন্তু এখন সবকিছুই ভুলে গেলেন।

অন্যদিকে, রাজীব বন্দ্যোপাধ্যায়কে প্রবল কটাক্ষ করেছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। এ প্রসঙ্গে তিনি জানালেন, অনেক দালাল নির্বাচনের আগে বিজেপিতে ঢুকে গিয়েছিলেন। কিছু জন চলে গেছেন, কিছু এখনও রয়ে গেছেন। তারা উৎপাত করছেন। সবাইকে বাদ দেয়া হবে। তিনি অভিযোগ করেছেন এই ধরনের মানুষেরা কখনোই চায়না যে, বিজেপি শক্তিশালী হোক। সোশ্যাল মিডিয়াতে এমনই একটি বিস্ফোরক পোস্ট করেছেন দিলীপ ঘোষ।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!