এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলে একদল শুভেন্দুর সঙ্গে আলোচনা চাইলেও, অপর অংশ কি সম্পর্কের ইতিই চায়? বাড়ছে জল্পনা

তৃণমূলে একদল শুভেন্দুর সঙ্গে আলোচনা চাইলেও, অপর অংশ কি সম্পর্কের ইতিই চায়? বাড়ছে জল্পনা


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শুভেন্দু অধিকারীকে নিয়ে বর্তমানে ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়েছে গোটা বাংলা জুড়ে। মন্ত্রী পদ ছেড়ে দেওয়া থেকে শুরু করে দলের সঙ্গে দূরত্ব বাড়ানো, শুভেন্দু অধিকারীর এই সমস্ত পদক্ষেপে কার্যত অস্বস্তি বাড়ছে শাসক শিবিরে। অনেকেই বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তৃনমূলে যদি কারো জনপ্রিয়তা থেকে থাকে, তাহলে তার নাম শুভেন্দু অধিকারী। তাই তৃনমূলের একাংশ প্রথম থেকেই শুভেন্দু অধিকারীকে দলে রাখতে তৎপর। শীর্ষ নেতৃত্বের নির্দেশে শুভেন্দু অধিকারীর মান ভাঙানোর চেষ্টা করছেন সৌগত রায়ের মত প্রবীণ তৃণমূল সাংসদ।

তবে একপক্ষ শুভেন্দুবাবুকে দলে সক্রিয় করার পক্ষে থাকলেও অপরপক্ষ আবার তার বিরোধিতা করতেই ব্যস্ত। ফিরহাদ হাকিম থেকে শুরু করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মত নেতারা নাম না করে সেই শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেই চলেছেন। এমনকি তৃনমূলের অলিখিত সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সাতগাছিয়ার সভা থেকে শুভেন্দু অধিকারীকে কড়া ভাষায় আক্রমণ করেছেন। যেখানে লিফট এবং প্যারাসুটের কথা তুলে ধরে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতাকে আক্রমণ করেছেন তৃণমূলের যুব কংগ্রেসের সভাপতি।

আর এরপর থেকেই জল্পনা তৈরি হয়েছে, তৃণমূলের একাংশ শুভেন্দু অধিকারীকে দলে সক্রিয় করতে চাইলেও, কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা ফিরহাদ হাকিমের মত নেতারা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মন্তব্য করছেন? তাহলে কি এই সমস্ত নেতারা চাইছেন না যে, শুভেন্দুবাবু দলে সক্রিয় হন! এদিকে শুভেন্দু অধিকারী সম্পর্কে দলের একাংশ আক্রমণাত্মক মন্তব্য করলেও, তার বিরুদ্ধে পাল্টা সরব হয়েছেন শুভেন্দু অধিকারীর বাবা তথা পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি শিশির অধিকারী।

তৃণমূল নেতাদের একের পর এক শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মন্তব্য করা প্রসঙ্গে শিশিরবাবু বলেন, “শুভেন্দু মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছে। অভিমান আছে। তবে দলের কয়েকজন জোর করে ঠেলে ওকে বিজেপিতে ঠেলে দিতে চাইছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী সম্পর্কে যা বলেছেন, তা ঠিক করছেন না।” আর শিশিরবাবু এতদিন শুভেন্দু অধিকারী সম্পর্কে কোনো মন্তব্য না করলেও, এবার তৃণমূলের তরফে যেভাবে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করা হচ্ছে এবং একশ্রেণীর নেতারা যেভাবে প্রতিনিয়ত শুভেন্দুবাবুর বিরুদ্ধে বক্তব্য রাখছেন, তা নিয়ে সরব হলেন শিশির অধিকারী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ তিনি বুঝিয়ে দিলেন যে, শুভেন্দু অধিকারী সম্পর্কে যদি দল নমনীয় মনোভাব পোষণ না করে, তাহলে শুভেন্দুবাবু বিজেপিতে যোগদান করতে পারেন। পাশাপাশি শিশিরবাবু তৃণমূল নেতাদের একাংশের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে যেভাবে তার বিরোধিতা করলেন, তাতে শিশিরবাবুর রাজনৈতিক ভবিষ্যত নিয়েও ধোঁয়াশা ক্রমশ বাড়তে শুরু করেছে। পর্যবেক্ষকরা বলছেন, শুভেন্দু অধিকারীর হাতে এতদিন অনেক জেলার দায়িত্ব ছিল। সেদিক থেকে শুভেন্দু অধিকারী দলত্যাগ করলে তৃণমূলের অনেক ক্ষতি হতে পারে, তা বুঝতে পেরেছেন সুব্রত মুখোপাধ্যায় এবং সৌগত রায়ের মত নেতারা।

কিন্তু বাস্তব পরিস্থিতি বুঝেও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্য করতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের অত্যন্ত শীর্ষ নেতা তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কল্যান বন্দ্যোপাধ্যায় বা ফিরহাদ হাকিমের মত নেতাদের। তবে তৃনমূলের পক্ষ থেকে যেভাবে তার বিরোধিতা করা হচ্ছে, তাতে শুভেন্দু বাবুর দলের সক্রিয় হওয়া বা না হওয়াতে তৃণমূলের যে কিছুই যায় আসে না, তাতে নিশ্চিত বিশেষজ্ঞরা। সব মিলিয়ে এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!