এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পঞ্চায়েতের সন্ত্রাসে রাজ্যপালকেও জড়ালেন চন্দ্রিমা, প্ররোচনার অভিযোগে সরগরম রাজ্য!

পঞ্চায়েতের সন্ত্রাসে রাজ্যপালকেও জড়ালেন চন্দ্রিমা, প্ররোচনার অভিযোগে সরগরম রাজ্য!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে যেদিন থেকে সন্ত্রাস হয়ে শুরু হয়েছে, সেদিন থেকেই রাস্তায় নেমেছেন রাজ্যপাল। বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। রাজভবনে কন্ট্রোল রুম খুলে হিংসা যাতে না হয়, তা আটকানোর চেষ্টা করেছেন। কিন্তু এটাই তৃণমূলের গাত্রদাহের কারণ হয়ে দাঁড়িয়েছে। যার কারণে বিভিন্ন সময় রাজ্যপালকে নানা কথা শুনতে হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। আর এবার সেই পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক সন্ত্রাস এবং মৃত্যু মিছিলের পর বিরোধীদের পাশাপাশি রাজ্যপালকেও দায়ী করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তার দাবি, বিরোধীদের সঙ্গে গোটা ঘটনায় প্ররোচনা দিয়েছেন রাজ্যপাল।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “বিরোধীরা বেশ কিছু জায়গায় প্ররোচনা দিয়েছে। হিংসার ঘটনা ঘটেছে। আর তার সঙ্গে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গেই বলতে হচ্ছে, এই ঘটনায় রাজ্যপাল জড়িয়ে রয়েছেন।”বলা বাহুল্য, চন্দ্রিমা ভট্টাচার্যের মত এর আগেও রাজ্যের অনেক মন্ত্রী রাজ্যপালকে কটাক্ষ করেছেন। যখনই রাজ্যপাল তাদের বিরুদ্ধে চলে যাবে, তখনই তা তৃণমূলের গোঁসার কারণ হয়ে যাবে। হিংসা হচ্ছে, আর রাজ্যপাল তা আটকাতে গেলেই আক্রমণ করবেন শাসকদলের নেতারা। বরাবর এটাই হয়েছে বাংলার রাজনীতিতে। তাই যখন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে হিংসা আটকাতে সক্রিয় রাজভবন, তখন তা সহ্য হচ্ছে না তৃণমূলের। যার কারণে হিংসার জন্য বিরোধীদের দায়ী করার পাশাপাশি রাজ্যপালকেও দায়ী করতে দুবার ভাবলেন না রাজ্যের অর্থমন্ত্রী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!