এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > রাজ্যসভার অঙ্ক ক্রমশ জটিল হচ্ছে তৃণমূল, বামফ্রন্ট ও কংগ্রেসের মধ্যে

রাজ্যসভার অঙ্ক ক্রমশ জটিল হচ্ছে তৃণমূল, বামফ্রন্ট ও কংগ্রেসের মধ্যে

সামনেই আসন্ন রাজ্যসভার ভোট। বাংলা থেকে এবার মোট পাঁচটি আসনে ভোট হাতে চলেছে, তার মধ্যে চারটি আসনে জয় নিশ্চিত রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের। এই চারটি আসনের মধ্যে ১ টি আসনে মুকুল রায় দল ছেড়ে ইতিমধ্যেই পদত্যাগ করেছেন, অপর আসনে কুনাল ঘোষ সারদা কাণ্ডে জড়িয়ে দল থেকে বহিস্কৃত, বাকি দুই আসনে আছেন নাদিমুল হক ও বিবেক গুপ্ত। এঁদের দুজনের মধ্যে নাদিমুল হকের কপালে শিকে ছিঁড়লেও খুব সম্ভবত দ্বিতীয়বারের জন্য টিকিট পাচ্ছেন না বিবেক গুপ্ত। আর তাই অসমর্থিত সূত্রের খবর তৃণমূল কংগ্রেসের তরফে এবার রাজ্যসভায় তিনটি নতুন মুখ যেতে চলেছে। টিকিট প্রত্যাশী অনেকে হলেও, এই নিয়ে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, দল এখনও প্রার্থীদের নাম চূড়ান্ত করেনি। দলের শীর্ষ নেতাদের সঙ্গে রাতে রাজ্যসভা নির্বাচনের কৌশল নিয়ে কথাও বলেছেন তিনি বলে সূত্রের খবর।

এর মধ্যেই উত্তেজনা বাড়ছে পঞ্চম আসনটি নিয়ে। এই আসনটি বর্তমানে বামফন্টের দখলে থাকলেও, অঙ্কের নিরিখে পঞ্চম আসনটি সরাসরি জেতার মত অবস্থায় নেই তৃণমূল, কংগ্রেস বা বামফ্রন্ট। আর তাই সামনে উঠে আসছে বিভিন্ন জোট জল্পনা। কংগ্রেস নেতা তথা বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান মুর্শিদাবাদের দুই কংগ্রেস বিধায়ক আবু তাহের ও মইনুল হককে নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও ফিরহাদ হাকিমের সঙ্গে একান্তে আলোচনা করেন। অন্যদিকে এর কিছুক্ষন পরেই আবার আব্দুল মান্নান একান্তে আলোচনা করেন ‘বন্ধু’ তথা বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। সূত্রের খবর সেখানে দিল্লি ও বাংলার দুই অবসরপ্রাপ্ত আমলা এবং রাজ্যের এক অভিনেতা – এই তিনটি নাম নিয়ে দুই নেতার দীর্ঘ আলোচনা হয়েছে। অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানিয়েছেন, তৃণমূলের সঙ্গে বোঝাপড়ায় পরিষদীয় দল রাজি নয়। ‘সিপিএম সীতারাম ইয়েচুরিকে প্রার্থী করলে আমরা এখনও সমর্থন করতে রাজি, তা না হলে নির্দল প্রার্থীই দিতে হবে। তবে তিনি দলের তরফে কাকে প্রার্থী করা হবে বা পঞ্চম আসনে কে প্রার্থী হলে সমর্থন বা বিরোধিতা করা হবে সেই সিদ্ধান্ত দলের সভাপতি রাহুল গান্ধীর উপরেই ছেড়েছেন বলে খবর। সব মিলিয়ে রীতিমত জমজমাট আপাত নিরীহ রাজ্যসভা নির্বাচন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!