এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রেখে বড় বড় কথা? ফিরহাদের মন্তব্যে সোচ্চার বিজেপি!

কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রেখে বড় বড় কথা? ফিরহাদের মন্তব্যে সোচ্চার বিজেপি!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কেন্দ্রীয় বাহিনী যাতে রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে না আসে, তার জন্য শত চেষ্টা করেছে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু শেষ পর্যন্ত বিরোধীরা আদালত থেকে এই ব্যাপারে জয় নিয়ে এসেছে। কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছিল, কেন্দ্রীয় বাহিনী দিয়েই করতে হবে পঞ্চায়েত নির্বাচন। কিন্তু কিসের কি! রাজ্যে কেন্দ্রীয় বাহিনী এলেও, তাকে বেশিরভাগ বুথে দেখা পর্যন্ত গেল না। আর সেই বিষয় নিয়েই প্রশ্ন তুলে কেন্দ্রীয় বাহিনী নিয়ে কটাক্ষ ছুড়ে দিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তবে মাননীয় মন্ত্রী এত বড় বড় কথা বললেও তাকে কড়া ভাষায় আক্রমণ করতে শুরু করেছে রাজ্যের বিরোধী শিবির। তাদের দাবি, কেন্দ্রীয় বাহিনী পর্যাপ্ত ছিল। কিন্তু তাকে ব্যবহার করেনি জেলা প্রশাসন। তাদেরকে বিভিন্ন জায়গায় বসিয়ে রাখা হয়েছে। তাই মন্ত্রী এত বড় বড় কথা বললেও তাতে চিড়ে ভিজবে না।

প্রসঙ্গত, এদিন পঞ্চায়েত নির্বাচনে বেলাগাম সন্ত্রাস এবং মৃত্যু নিয়ে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “কোথায় কেন্দ্রীয় বাহিনী! ওরা তো বারবার আদালতে গিয়েছিল, যাতে কেন্দ্রীয় বাহিনী আসে। কিন্তু কেন্দ্রীয় বাহিনীর কিছুই তো খুঁজে পাওয়া গেল না।” বিরোধীরা বলছেন, সাবাস, ফিরহাদ হাকিম মহাশয়! ভালোই রাজনীতি জানেন আপনারা। কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এসেছিল ঠিকই। কিন্তু তাকে ব্যবহার করেনি আপনাদের প্রশাসন। যার কারণে এখন মৃত্যু মিছিলের পর সেই কেন্দ্রীয় বাহিনীর ঘাড়ে আপনি দোষ চাপানোর চেষ্টা করলেও সত্যকে ঢাকা যাবে না।

সমালোচকদের একাংশ বলছেন, কতটা নির্লজ্জ হলে এই ধরনের কথা বলতে পারেন একজন রাজনীতিবিদ! প্রচুর মানুষের মৃত্যু, অনেক পরিবার কাঁদছে। আর সেই সময় কেন্দ্রীয় বাহিনী কোথায়, তা দেখতে পাওয়া গেল না বলে কেন্দ্র এবং বিজেপিকে চাপে ফেলার চেষ্টা করছেন রাজ্যের মন্ত্রী। কিন্তু তিনি একবারও খোঁজ নিলেন না যে, তার প্রশাসন কেন সেই বাহিনীকে কাজে লাগায়নি! এবার তো বিজেপি গোটা ঘটনা নিয়ে আদালতে যাবে, তখন তো কেন্দ্রীয় বাহিনীর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আদালতকে জানাবেন যে, তাদের ঠিকমতো কাজে লাগানো হয়নি। আর তখন আদালতে মুখ পুড়লে কি বলবেন জনাব ফিরহাদ হাকিম! তখন এত বড় বড় কথা তার মুখ থেকে শোনা যাবে তো! ইতিমধ্যেই এই সমস্ত প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!