এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > কমিশনের দপ্তরের বাইরে বিজেপির চরম বিক্ষোভ! শ্লোগানে লজ্জা লাগছে কমিশনের!

কমিশনের দপ্তরের বাইরে বিজেপির চরম বিক্ষোভ! শ্লোগানে লজ্জা লাগছে কমিশনের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজীব সিনহা রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিরোধীরা ভেবে নিয়েছিল, এই ব্যক্তি শাসক দলের কথামতোই নির্বাচন পরিচালনা করবেন। আর তেমনটাই হয়েছে। তবে এতটা ব্যর্থ নির্বাচন কমিশনার হিসেবে নিজেকে সামনে আনবেন তিনি, এটা হয়তো অনেকেই ভাবতে পারেননি। এমনকি বিরোধীদের অনেকেও বিশ্বাস করতে পারেনি।

তবে নির্বাচনে ছাপ্পা এবং সন্ত্রাসের যে পরিমাণ আশঙ্কা ছিল, তার থেকে দ্বিগুণ সন্ত্রাস রয়েছে এবারে পঞ্চায়েতে। তাই ভোটের পরদিন সেই রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার নাম করে ভয়ংকর স্লোগান দিতে দেখা গেল ভারতীয় জনতা পার্টিকে। নির্বাচন কমিশনের দপ্তরের বাইরে বিজেপির পক্ষ থেকে চরম বিক্ষোভ সংগঠিত হয়। আর সেখানেই একের পর এক স্লোগানে রীতিমতো তুলকালাম বেধে যায় এলাকা জুড়ে।

প্রসঙ্গত, এদিন রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরের বাইরে পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস এবং ছাপ্পা নিয়ে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। যেখানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা সজল ঘোষ, তমোঘ্ন ঘোষ, সোনালী গুহ সহ অন্যান্যরা। আর সেখানেই বিজেপির পক্ষ থেকে স্লোগান ওঠে, “রাজীব সিনহার গালি গালি, জুতো মারো তালে তালে।” এদিকে বিজেপির এই বিক্ষোভ দেখে অনেকেই প্রশ্ন করছেন, এত কিছুর পরেও কি লজ্জা লাগছে না রাজ্যের নির্বাচন কমিশনারের; তার কি বিবেকবোধের কোনোরূপ উদয় হবে না! তিনি কি এখনও চুপচাপ বসে থাকবেন! এতো মৃত্যুর পরেও কি শাসকদলের কথামতোই নীরব দর্শকের ভূমিকায় থাকতে দেখা যাবে রাজীববাবুকে!

অনেকে বলছেন, তৃণমূলের কথামতো না চলে কি আর উপায় আছে রাজীব সিনহার কাছে! কারণ এই তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই তিনি আজকে রাজ্যে নির্বাচন কমিশনার হয়েছেন। তাই তাদের কাছে হয়তো দায়বদ্ধতা রয়েছে রাজীববাবুর। তবে সাধারণ ভোটারদের কাছে তার কোনো দায়বদ্ধতা নেই। যে কারণে একের পর এক মৃত্যু মিছিল হলেও তিনি চুপচাপ নীরব রয়েছেন। তবে যেভাবে রাজীব সিনহার বিরুদ্ধে তার নাম করে তার দপ্তরের সামনেই স্লোগান দিতে দেখা গেল বিজেপিকে, তাতে বিবেকবোধ থাকলে লজ্জা হওয়া উচিত কমিশনারের, অন্তত তেমনটাই মনে করছেন বিরোধীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!